Monday, September 16, 2013

"সংসারী সং"

"সংসারী সং"
মিজানুর ভূঁইয়া
মন নাই যার, পোষে পাষন্ডতা চিত্ত জুড়ে
মানুষ আকৃতি হয়েও, আসল মানুষ সে নয়
চিত্ত ভরা কূটকর্ম, সং সাজে ধর্মে কর্মে
লেবাসে পাকা বান্ধা, আসলে জানু খেলোয়ার
সংসার নামে ফন্ধি মাত্র, অন্তরে পাতা বাজিকর
আপন ভুবন ভালোই চিনে, অন্যের খবরের কি দরকার
মতলব শুধু পার হওয়া দরিয়া, বাহিয়া সময়ের তরী
অতীত আবার কি? সেতো গেছে মরিয়া পচিয়া
কে রাখিবে খবর, যদি দিন কাটেই-বা সং সাজিয়া
একই চালায় বসত করে যার সঙ্গে কাটিয়েছো চিরকাল
যদি সে কাটে তোমার পিঠের নিচে কুয়া খাল
মনে তার পাথর বাধে, কৃত্তিমতার সাঁ সাজে
তোমাকে পিছন করে বাধে অন্য চালার ঘর
সংসার শুধু নামেই রহে, আসলে তাহা বালুর চর
মানুষ নামের এই বহুরুপী রয়েছে ভরে জগ সংসার
এরাই করে আসল মানুষের দিল টুটে ছারখার
করেনা কোনো তোয়াক্কা, খেয়েও হাজার ধাক্কা
শুধুই চিনে কিভাবে চালানো যায়, আপন চাকা
মানুষ পরিচয়ে, আসলে ছাড়ে বড় বুলি ফাঁকা
 সংসার আর কি দরকার, শুধু সাইনবোর্ড চাই আমার
---------------------------------
সেপ্টেম্বর ১৬ ২০১৩

No comments:

Post a Comment