Saturday, September 28, 2013

"বিবেকের জাগরণ"


"বিবেকের জাগরণ"
-মিজানুর ভূঁইয়া


ঘরে ও বাইরে মানুষে মানুষে ক্লেশ
ইহা নয় আর, হতে হবে তা শেষ।
এ-তো শুধুই কথার কথা নয়।
আপন বিবেকের জাগান জাগাতে হবে
নিজেই নিজেকে সংবরণ করতে হবে।
আপন বোঝা অপরের ঘাড়ে চাপিয়া 
নিজের দরিয়া দিতে হবে পাড়ি,
এই যদি হয় আসল মনের বাজীকরী। 
তাহলে রয়েই যাবে চিরকাল আড়ি।
উদুর পিন্ডি বুদুর গাড়ে চাপিয়া
যদি চলিতে চাও দিন জাপিয়া
রহিবে ক্লেশ, দ্বেষ সারা জনম ধরিয়া।
আপন বিবেক ও বিবেচনার উপলব্ধি
করিতে পারে সকল সংকটের সিদ্ধি।
বিবেকের জাগরণ, করো নিজেকে উন্মোচন 
তবেই জীবনে আসিবে মুক্তি ও আনন্দ শিহরণ।
==================
সেপ্টেম্বর ২৮ ২০১৩

No comments:

Post a Comment