Sunday, June 2, 2013

"অধিকার কে কাকে দেয়"

"অধিকার কে কাকে দেয়"

অধিকার দাও (২) যদি চিৎকার করে কেউ কয়,
চিরদিন ভবে অসহায় সে, এটাই প্রমান হয়।
অধিকার নয়তো কোনো বস্তু, দিতে পারে কেউ কাউকে,
এ যে তাই, যা কর্মেই যার পরিচয়।
মাঠে, ঘাটে , হাটে  যেখানে যখন বুঝিবে তুমি, 
ইহাই তোমার কর্ম।
তখনই তুমি লুফিয়া নাও তাহা, বুঝিবে ইহাই অধিকারের ধর্ম।
তখন তোমার মাঝে থাকবেনা ভেধাবেদ,
যখন রাখবে সর্বত্রই কাধে  কাধে  হাত।
দেখবে তখন অধিকার তোমার অজান্তেই করে নিয়েছে ভিত্তি।
তখন থাকবেনা আর কোনো সংশয় ও  ভেদ,
অধিকার হবে তোমার সঙ্গী নিত্তি।
যে নারী নিজের হাতে কলম ধরেছে, যুদ্ধ করেছে,
শান্তিতে দিয়েছে বুদ্ধি।
সেইতো, এজগতে বয়ে এনেছে,
চির কল্যাণময় শান্তি এবং মহামুক্তি।। 

-------------------------------------
মিজানুর ভুইয়ান
ভার্জিনিয়া, ইউ, এস, এ
রচনা কাল: জানুয়ারী ১৪ ১৯৯৫
জুন ০১ ২০১৩ (১ম সংস্করণ)

No comments:

Post a Comment