Thursday, June 20, 2013

"আত্মশুদ্ধি"

"আত্মশুদ্ধি"
মিজানুর ভুইয়ান-

দেখে শুনে হয়না মনে তুমি আসল মানুষ
আত্ত্বচিন্তায় মগ্ন তুমি সদায়ই রহ বেহু
আছ শুধু আপন মহিমায় এবং আপনারে নিয়ে ্যস্ত,
আপন দায় অপরের গাড়ে কর সদা তুমি ্যস্ত
হয়তোবা! মানুষ আকৃতির মমি তুমি 
অথবা কাঠের কিংবা মাটির তৈরী মূর্তি ,
বহিরাকৃতি অবিকল মানুষ হলেও,
আসলে পরে আছো মানুষ নামের উর্দি
মানুষ নামের পুতুল তুমি,
প্রাণ  হৃদয়হীন একটি জড় বস্তু
আপন ভুবন ছাড়া বাকি সব তোমার কাছে তুচ্ছ। 
হয়তোবা; তুমি চৌরাস্তার মোড়ের সেই ভাস্কর্যটি,
যার অভয়ব অবিকল মানুষ রুপি, হাত, পা 
নাক, মুখ, চোখ, কান সবই আছে যার,
কিন্তু নাই যার মনুষ্য অনুভুতিজীবনবোধ, মমতা,
পারিপার্শ্বি দায়ীত্ববোধ, আছে শুধু দৈহিক আকৃতি। 
তুমি বিধাতারে করো সদা কুর্নিশ, করো প্রার্থনা
কিন্তু মানুষ যারা তোমার পাশে তার খবর রাখোনা
বিধাতার বাণী, মানুষ আমরা যেনো আত্মশুদ্ধি আনি
মানুষেরে ভূল না ধরে, সদা নিজের ভুল মানি।।
শুধু ভগবান পূজায় মিলেনা স্বর্গ, সৃষ্টি করে হাজার তর্ক
রাজা তুমি, প্রজা তুমি, সংসারী তুমি, সংসার বিরাগী তুমি 
কিংবা যে- হওনা তুমি, মানুষ তোমার নাম
মনুষ্যত্বহীন জীবন পণে তোমার রহিবে চির বদনাম  
----------------------
২০ জুন ২০১৩
ভার্জিনিয়া, ইউ,এস,এ

No comments:

Post a Comment