Friday, June 7, 2013

"সুহৃদজনের বিদায়ের বেদনা"

প্রিয়, সুহৃদ ও গুণী বন্ধুসম দম্পতি জনাব নাজমূল হক (হেড অফ চেঞ্চারী, বাংলাদেশ এম্বেসি ইন ওয়াশিংটন ডি সি) রাশেদা রওনক খানের শূভ বিদায়ের লগ্নে শুভেচ্ছা শুভকামনা

এই ক্ষুদ্র লেখাটি তাদের জন্য উত্স্বর্গ হলো

"সুহৃদজনের বিদায়ের বেদনা"
এইতো, গতকালও এখানকার দিনের আকাশটি,
ছিলো প্রচন্ড আলোকময় রৌদ্রউজ্জল
আর রাতের আকাশটি ছিলো অসংক্ষ্য উত্জ্জল তারা
ঘেরা্বলজ্বলে ূর্ণিমার হাস্যউজ্জল চা
কিন্তু আজ যেনো ঠা করে সমস্থ আকাশটি মেঘে
ডেকে দিলো, আর রাতের আকাশে অমাবস্যা নেমে এলো
ুঝি সম্ভবত, আকাশের দুটি তারার খানিক রে
চলে যাওয়ার বার্তায়, আকাশ এত গম্ভীর হয়ে যাওয়া
পৃথিবীর চিরায় বিধানে, আগমন নির্গমন যথাসিদ্ধ,
তবে কিছু কিছু বিদায়, যদিও সামুযিক কিন্তু বড়ই বিধুর
কিছু কিছু চলে যাওয়া, পাহাড়ে প্রচন্ড কম্পন জাগায়,
আর শান্ত স্থির জলে প্রচন্ড উত্তালতা তোলে
মহামতি লেনিন বলেছে-কোনো কোনো বিদায় হিমালয়ের
মতই বিশাল, আর কোনো কোনো বিদায় পাখির পালকের
মত অত্যন্ত স্থুল
আজ তোমাদের দুজনের চলে যাওয়া যদিও সাময়িক স্বাভাবিক,
কিন্তু ৎজন দূরে চলে যাওয়ার বেদনার বোঝা অনেক ভারী।।।
তবুও কবির ভাষায় বলতে হয়,
যেতে নাহি দেব হায়! তব যেতে দিতে হয় .........
মঙ্গল হউক যাত্রা তোমাদের, জীবন হউক উন্মুক্ত  চির প্রশস্থ .........
(কম্পিউটার সফটওয়্যার এর যুক্তাক্ষর স্বল্পতা বানান ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী)
 

No comments:

Post a Comment