Tuesday, June 11, 2013

“যার কাছে যা”

       
        “যার কাছে যা”
কবির কাছে কবিতা এবং ভাবের কাছে সবিতা !!
ভালবাসায় আছে মমতা আর নিষ্ঠুরতায় আছে রুতা
শব্দ তৈরিতে রবি দা আর ছন্দে আছে দুখু দা !
ফুলের কাছে   ফলতা আর ভ্রমরের কাছে মধুতা !
 সবলের কাছে দৃঢ়তা আর দুর্বলের আছে ভীরুতা !
কর্মীর  আছে কর্মতা আর অকর্মার কাছে ভনিতা !
জনে  কাছে সততা আর শঠকের আছে  চাতুরতা !
সাধুর কাছে সততা আর তস্করে কাছে চৌর্যতা!
দয়ালুর আছে দয়াপরায়নতা আর পাষন্ডের কাছে নিষ্টুরতা !
পরিশ্রমির কাছে সফলতা আর অলসের কাছে নিষ্ফলতা !
কলহকারীর আছে বিবাদমানতা আর শান্তি দ্রষ্টার আছে শান্তি দৃঢ়তা!
জীবনের কাছে বাচার আশা আর মরনের কাছে হেরে যাওয়া!

====================
মিজানুর ভূইয়া
রচনাকালঃ ১৬ই মার্ ২০১৩

No comments:

Post a Comment