Monday, June 3, 2013

Desher Gaan-এ যে প্রভাত সূর্য্য উঠার

-:দেশের গান:-
  যে প্রভাত সূর্য্য উঠার
ভয় নেই, ভয় নেই, ওরে পথিক
এগিয়ে চলো সামনে এবার, ভয় নেই তোমার,
এতো নয় কোনো অমানিশা রাত,
যে প্রভাত সুর্য্য উঠার
যে পথ হেটেছ তুমি, হাটতে হবে দুর্জয় পথ চলায়
চলতে হবে দুর্গম, দুঃসহ বিজয়ের দুর্নিবার নেশায়
ভয় নেই, ভয় নেই, ওরে পথিক
যে প্রভাত সুর্য্য উঠার।
অনেক কেটেছে ক্ষণ, দুসহ, দুশাসন,
মানবতার অপমান করেছে, যুগে যুগে বহু কুজন,
তাইতো মুক্তি পাগল পথিকের পথ চলার হবেনাকো অবসান।
ভয় নেই, ভয় নেই ওরে পথিক,
যে প্রভাত সুর্য্য উঠার.......

No comments:

Post a Comment