Monday, June 24, 2013

“নস্টালজিয়া”

      নস্টালজিয়া
মিজানুর ভূইয়া

ছোট বেলায় গ্রামের হাটে সওদা করতে যওয়ার
লোভ সামলানোটা ছিলো খুবই দুরূহ ব্যাপার
এর দুটো কারণ; পড়াশুনায় ফাঁকি মারা
এবং বন্ধুদের সাথে আড্ডা জমানোর নেশা
সেই নস্টালজিয়াগুলো আজও মনে ভীষণ পীড়া দেয়;
আর,অন্যদিকে এই দুষ্টুমি করার আনন্দগুলো তখন
নিরবে হৃদয়ে প্রচন্ড সুখানুভূতি জাগাতো
বন্ধু সঙ্গ-সাথীদের সাথে আড্ডা মেরে,
বিলম্বে ঘরে ফিরার ফলে, মায়ের ক্রোধ মাখা
মূর্তি ছিলো একটি অবশ্যম্ভাবীয়  ব্যাপার।
যার ফলে, সদাই ভীত সন্ত্রস্ত থাকতে হতো এবং
এর জন্য নিজেকে ভীষন অপরাধী মনে হত
তবে হাটে যাওয়ার আত্নস্ত করা সেই নেশাটি
এর পরও ইস্তেফা দেওয়া সম্বব হতোনা
প্রতিদিনই যখন মায়ের আদর্শ জীবন ধারণ করার,
উপদেশ এবং নীতিবাক্যগুলো কানের কাছে বাজত,
আর নিজেকে সেই কর্মটি করার দায়ে প্রচন্ড অপরাধী মনে হতো।
মা ঠিকই আমার হাটে যাওয়ার এই প্রচন্ড আগ্রহটির
অন্তরনিহীত মর্মার্থ বুঝতেন
তবে, কখনো সেই বিষয়টি সরাসরি বুঝতে না দিয়ে,
উপদেশ শ্রবন করানোর মাধ্যমে, 
জীবনে   আদর্শবান হওয়ার বাণীগুলো শুনিয়ে যেতেন
মা যে কাজটি আমাকে ঘিরে তখন করতেন,
এখন আমি যখন পিতা ভূমিকায়, সেই একই ভাবনা 
আজ আমাকে ও তাড়িত করে।
আর তা হলো, লেখা পড়া করে যে,
গাড়ী ঘোড়া চড়ে সে........
লেখা পড়া করে যে, চাঁদের দেশে যায় সে

……………………….
জুন ২৫ ২০১৩

No comments:

Post a Comment