Sunday, June 16, 2013

“পিতা”

  “পিতা”

   মিজানুর ভূঁইয়া:-

পিতা; শব্দটি আমার কাছে,
এক অপূরণীয় আত্বীক সম্পর্ক
জীবনের সমস্ত মৌলিক সম্পর্কের অন্যতম।
একজন বাবা;
একটি সংসারে ঘরের খুটির মতই 
প্রচন্ড মজবুত, ও নির্ভরযোগ্য ব্যক্তি। 
সংসারে অতি প্রয়োজনীয় একজন মানুষ।
সংসার ও সন্তানের ভবিষ্যৎ বিনির্মানে;
আদর্শবান ও প্রচন্ড আপোষহীন, দূরদর্শী ও স্বপ্নদ্রষ্টা।
যিনি থাকেন সকল সংকীর্ণতার উর্ধ্বে; 
সমস্ত বিরূপতা, প্রতিকূলতা ও অবক্ষয়তা থেকে
আপন সংসার ও সন্তানকে
সুরক্ষায় সদাই থাকেন বদ্ধপরিকর।
সংসারে তিনি একজন প্রশাসক;
তবে; হৃদয়ে ধারণ করে থাকেন সুপ্ত ভালবাসার 
অনর্গল বয়ে যাওয়া স্রোত ধারা।
আমার জীবনে পিতা ছিলেন এক মহীরুহ ,
যিনি ছিলেন নিতান্তই সৎ, আদর্শবান,কর্মানুগত,
নিষ্ঠাবান একজন প্রথম শ্রেনীর সরকারী কর্মকর্তা।
যার বিত্ত-বৈভবের প্রতি ছিল প্রচন্ড উদাসীনতা,
প্রাচুর্যতা; যার আকাঙ্খাকে কখনোই স্পর্শ করেনি,
নীতি, নৈতিকতাই ছিলো তার একমাত্র জীবন ব্রত।
নিজ জীবনে ও প্রতিটি কর্মে
সময়ানুবর্তিতায় ছিলেন একজন পতিকৃত।
নিজেই যখন আজ আমি পিতার ভূমিকায়;
তখন বুঝতে পারি, একজন বাবা জীবনে 
সুর্য্যের আলো এবং বৃক্ষের ছায়ার মতই অতীব প্রার্থীব।
=============================
রচনা: ১৬ মার্চ ২০১৪
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment