Wednesday, May 29, 2013

" অকৃপণ চাদ" (The Graceful Moon)







                   " অকৃপণ চাদ "
লক্ষ তাঁরার আকাশেতে জোতির্ময় চাঁদের বসবাস,
একটি তাঁরা ছুটে গেলে- কি, হবে চাঁদের সর্বনাশ?
পূর্নিমার চাঁদ অহর্নিশি, ছড়ায় আলো ভুবন ভরি,
তাই বলে কি! কখনো চাঁদের আলো কমেছে কি ?
চাঁদেই আছে চাঁদের বাহার, লক্ষ তাঁরার সমাহার,
বক্ষে আছে, লক্ষ যোজন, আলো তাঁরার মিলনহার
আকাশ ভরা চাদের হাসি, লুটায় ভূবন আলোর রাশি,
 রাখাল দূরে বজায় বাসী, তাই অপরূপে সাজলো শশী
নদীর জলে উঠলো জোয়ার, লাগলো উতাল ঢেউয়ের মাতম
ভাসলো তরী, হাসলো পরি, উড়ল মেলে ডানা খুলি।    

মিজানুর ভুইয়ান
ভার্জিনিয়া-ইউ এস
মার্চ ১৪ ২০১৩

No comments:

Post a Comment