Monday, May 27, 2013

স্মৃতি ও যাতনা (Memory that recalls)

স্মৃতি ও যাতনা
------------------
জীবনের পিছন ফেলা দিনগুলো,
মিষ্টি- মধুর সুরগুলো,
হাসি-খুশির বিকেলগুলো,
স্মৃতি হয়ে,
ভাসছে চোখে ক্ষণগুলো।
মিলবে কি আর এই ক্ষণে,
হাসবে কি ঐ তাঁরাগুলো,
যা ছিলো মোর ভূবন ভরে।
আসবে কি আর ফিরে,
হাসি-খুশির, সঙ্গ-সাথীর
সারা বেলার খেলগুলো।
পাবো কি আর ফিরে,
যে তাঁরাগুলো ঝরে গেলো
আমার ঋদয় তুড়ে।
মায়ের মুখের,
মধুর- বিধুর  বকুনীতে,
আদর ভরা দিনগুলো,
আজও ভাসে মনের কোটায়
স্মৃতি ভরা গান হয়ে।
********************

মিজানুর ভূঁইয়া
ভার্জিনিয়া, ইউ, এস, এ
মে ২৭ ২০১৩।

No comments:

Post a Comment