Saturday, May 25, 2013

মনো বাসনা

মনো বাসনা
=========
আজ আমার ধ্যান মন সবই,
 করিতেছে আরাধনা তোমাকেই ঘিরীয়া,
বার বার চাহি যে ভুলিতে,
তবুও চাহিতে হয় ফিরিয়া।
একি অদৃশ্য আকর্ষন, হ্দয়ে যায় বহিয়া।
তোমারে-ই শুধু শুধায় মন রহিয়া রহিয়া।
যত দূর যাই শুধু ভাবি তাই একি তব সম্ভব?
যে জীবন গেছে নদীর জলের মত বহিয়া,
কি করে সম্ভব তাকে ফিরাইয়া আনা ডাকিয়া।

পংতিমালমাঃ
যদি মনো লাগে তোমার আমাতে করিতে সহবাস
তবে আসিয়া পড়িও হ্দয়ে, নীরবে করিও বসবাস।
মিজানূর ভূইয়া
ইউ,এস, এ

No comments:

Post a Comment