Tuesday, May 28, 2013

"জিঞ্জির খানা" (Imprisonment)

  "জিঞ্জির খানা" (Imprisonment)  

তোমার জীবনের একমাত্র স্বপ্নই বুজি 
আজ হয়েগেছে, মেশিনের সাথে কথা বলা।
আর তাই মেশিনের সাথে দীর্ঘ  সহঅবস্থানে
জীবন আজ তোমার,
আরেকটি মেশিনে পরিনত হয়েছে
আর তাই প্রতিদিন ভোর বেলায়
সূর্য্য উকি দেওয়ার আগেই,
যন্ত্র-সঙ্গ তোমার অত্যাবশ্যকীয় বলেই-
নিরন্তর ছুটে চলা, আর
মেশিনের সাথে অহর্নিশি  কথা বলা
তোমার জীবনের চাকা আজ মেশিনের
 চাকার সাথে আষ্টে পিষ্টে বেধে গেছে।
আর তাই মেশিনের চাকা না গুরলে,
জীবনের চাকা একেবারেই বন্ধ হয়ে যায়
অতি ভোর-প্রত্যুষে যখন তোমার
গৃহ প্রস্থান ঘটে,
তখনও সন্তানেরা নিবিড় গুমে আচ্ছন্য
তাই নিজ সন্তানের মায়া কি
তা জানার আগেই মেশিনের সাথে 
তোমার প্রচন্ড ভালবাসা গড়ে উঠেছে।
যদিও তোমার এই মেশিন প্রীতি স্ব-ইচ্ছায়
ঘটেনি, কারণ তুমি আজ নিতান্তই
পরিস্থিতির স্বীকার!
 তোমার ঘামে ভেজা মজুরি বাচিয়েই 
তাদের রাজপ্রাসাদ  বিলাসিতা 
রক্ষাই আজ তোমার জীবিকার বিকল্প। 
সেখানে তুমি আজ নিতান্তই মনিবের 
ইচ্ছের পুতুল!!
দিনভর অক্লান্ত পরিশ্রমের পরও তোমার 
সুর্য্যের  সতেজ বায়ুর  দেখা মেলেনা,
কারণ তুমি জিঞ্জিরে অবরুদ্য
তোমার প্রতি প্রভূদের বিন্দুমাত্র আস্থা নেই!
কারণ তুমি মদ্দান্য বিরতিতে বাইরে যাওয়ার সুযোগে
হয়তো কিছু একটা শরীরে গুজিয়ে তুলে নিতে পারো
আর এই অজুহাতে তোমাকে "লকাপেইসব সেরে নিতে হয়
যন্ত্রের সাথে তোমার সখ্যতা ছিলো বটে,
কিন্তু  সেদিন  তোমার যাওয়ার মোটেও ইচ্ছে ছিলনা
তবুও মনিবের প্রচন্ড চাপে এবং কর্ম খোয়াবার ভয়ে
নিশ্চিত মৃত্যু ঝুকি জেনেও তুমি
মৃত্যুকে আলিঙ্গন করেছো;
তুমি মেশিন একই ছাদ চাপায় পৃষ্ট
তোমার হয়তো সন্তান-পরিজনদের প্রতি  
ভালবাসা প্রকাশ করার সুযোগ হয়ে উঠেনী।
কিন্তু আজ তারাই তোমাকে হারানোর বেদনায়
শোকে শোকে পাথর বনে গেছে
-------মিজানুর ভুইয়ান
        এপ্রিল ২৬ ২০১৩
        ভার্জিনিয়া-ইউ এস

No comments:

Post a Comment