Saturday, May 18, 2013

"প্রত্যাশা" A Dream life

"প্রত্যাশা" A Dream of life

অপলক দৃষ্টিতে জানালার শিক ধরে,
সূর্য্য পানে চেয়ে আছ তুমি অনামিকা?
কোন অতৃপ্ত চাহনী তোমার, উদিত সূর্য পানে?
যেন আর কোনো কালে তোমার,
দেখা হয়নি প্রভাকর, এমনি ভাবে!
কোন সে মহাকালে তোমার জন্ম?
সে কি তব অন্ধকার যুগে?
নয়তো এমনি অবাক বিস্ময়ে ,
বিরামহীন চেয়ে থাকা কেনো?
হয়তো তাই, সেই অন্ধকার যুগেই তোমার জন্ম
জীবন যেখানে নীয়ত পঙ্কিলতায় নিমজ্জিত,
অভিশপ্ত, ক্লান্ত, অবসন্ন দেহের সমস্ত গ্রন্থীগুলো,
এবং যেখানে জীবন নামের চাকাটি স্থবির,
আর সেখানেই তুমি বন্ধি
তোমার সেই অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসার
অভিপ্রায়েই যদি এই চেয়ে থাকা!
এই উদার শান্ত, প্রকৃতি এবং প্রতিশ্রুতিবাহী সূর্য পানে
তবে আর প্রতিক্ষা নয়!
সামনে শুধু জানালার ’টি শিক মাত্র,
তোমার শুধু একটি প্রবল ইচ্ছাই,
পারে ভেঙ্গে দিতে সবকটি প্রতিকূলতা
তবেই,তোমার সামনে সীমাহীন পৃথিবী,
উদার সুন্দর প্রকৃতি, একটি প্রতিশ্রুতিশীল র্য্য,
একটি মহা সম্ভাবনাময় ভবিস্য,
এবং অবশেষে একটি প্রত্যাশিত  জীবন।।।।
-----------------
মিজানুর ভুইয়ান
ভার্জিনিয়া, ইউ, এস,
মে ১৮ ২০১৩ 

No comments:

Post a Comment