Tuesday, May 28, 2013

"থামাও তোমার মৃত্যু হুলি খেলা"

    "থামাও তোমার মৃত্যু হুলি খেলা"

বাংলাদেশ! যখন তোমার সন্তানদেরকে,
সকল উন্নয়নের দার খুলে দেবার কথা! যখন তুমি তোমার নাগরিকদের,
একটি নতুন স্বপ্নের পৃথিবী
নির্মানের প্রতিশ্রুতি দেবার কথা!
যখন তুমি মানুষের জীবন ব্যস্তায় আধুনিক এবং
সুনিয়ন্ত্রিত নিরাপদ ব্যবস্তা দেবার কথা!
যখন সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়ত,
তোমার মেধাবী সন্তানেরা সমস্ত সম্ভবনার দার একটার পর একটা অতিক্রম করছে এবং
তোমার মুখ উজ্জল করছে। আর তখন তুমি? বারং বার উপহার দিচ্ছো,
অজস্র লাশ আর লাশ!!!
প্রতিনিয়ত মৃত্যু আর মৃত্যু
একি বিভীষিকাময় তান্ডব তোমার অহর্নিশি
ওহ! কি বিভষ এই দৃশ্য!!
প্রতিদিন অজস্র জীবন অকালে বিপন্ন হচ্ছে। নিরাপত্তাহীন কর্মস্থল, আবাসন, রাস্থা ঘাট এবং
সর্বত্রই মৃত্যুদুথ চারপাশে প্রতিনিয়ত ঘুরছে। আজ সাধারণ মানুষের, একটি স্বাভাবিক মৃত্যুর,
কোনো নিশ্চয়তা পর্যন্ত নেই!
দেখে মনে হচ্ছে, সমগ্র দেশ আজ একটি
সাঙ্গাতিক মৃত্যু-উপত্যকায় পরিনত হয়েছে।
বাংলাদেশ! একি তোমার মহা বিভষ রূপ?
এইকি তবে ছিল স্বাধীনতার মর্মকথা????এদেশ আর কোনো অস্বাভাবিক মৃত্যুকে চায়না?
 তুমি এবার থামাও তোমার সর্বগ্রাসীতা। থামাও তোমার মৃত্যু হুলি খেলা ---থামাও
থামাও------থামাও---থামাও---থামাও

মিজানুর ভুইয়ান 
এপ্রিল ২৪ ২০১৩
ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেটস

No comments:

Post a Comment