Tuesday, December 29, 2020

“ একুশের স্বপ্ন-একুশের আলো”

“একুশের স্বপ্ন একুশের আলো” মিজানুর ভূইয়াঁ উঁকি দিয়ে বলে গেলো ফিকে এক চাঁদ দুই হাজার বিশ ছিলো মানুষ মারার ফাঁদ l আর মাত্র দুইদিন বাকি একটু সবুর করো শূন্য যাবে বিদায় হয়ে; একুশ জ্বালবে আলোর প্রহর l শুভ্র চাঁদের নিচেই দেখি নীল আলোর আভা স্বপ্ন জেগে উঠলো মনে নতুন আশার প্রভা l বঞ্চনা আর দুঃখ যাতনা ছিল যতো এই মনে নীল চাঁদের নীল আলোয় ভেসে গেলো নির্বাসনে l বিশ বিশের বিষাক্ত ছোবলে জীবন হলো বীষময় লক্ষ জীবননাশের পরও আজও অপ্রতিরুদ্ধ গতিময়; ধ্বংস লীলায় উন্মাদ খেলায় পৃথিবী আজ স্মশান প্রায় l হতাশার চাদরে যতই ঢাকুক মানুষের বাঁচার আশার আলো আর মাত্র দুইদিন বাকি; আশার আলোয় একুশ এসে গেলো l একুশ যেমন জ্বেলেছিলো বাংলা ভাষার আলোক প্রদীপ-শিখা দুই হাজার একুশও তেমনি এনে দিবে নতুন আলোর দিশা l মানুষ ছিলো , মানুষ থাকবে; চির উন্নত করে নিজের শির অপশক্তি হেরে যাবে; পৃথিবীতে মানুষই শুধু অপরাজিত বীর ll *********************************************** ২৯ ডিসেম্বর ২০২০ ভার্জিনিয়া ইউ এস এ

Monday, November 30, 2020

"একটি গোলাপ ও মায়ের হাসি"

 বিজয়ের অর্ধশতাব্দীর শুভেচ্ছা 


"একটি গোলাপ ও মায়ের হাসি"

মিজানুর ভূইয়াঁ 


একটি স্বপ্ন, একটি অধিকার আদায়ের যুদ্ধ 

একটি মানচিত্র, পৃথিবীর বুকে এ-যেন এক অভূতপূর্ব 

এক নতুন মহা আবিষ্কার; নিজের করে বেঁচে থাকার প্রত্যয়ে 

একটি আলোকিত ভুবনের ঠিকানায় অভিযাত্রা l 

অসহ্য তাপদাহ থেকে নিষ্কৃতি পাবার প্রানপণ প্রচেষ্টা 

উম্মুক্ত সুশীতল বায়ুতে বুকভরে নিঃস্বাশ নেয়ার চিরন্তন প্রয়াস l  

পৃথিবীর বুকে নিজের সকল সৃষ্টি ও ঐতিহ্যকে 

আপন অহংকারের মহিমায় বুকে ধারণ করে উল্লসিত জীবন l 

মাথার উপর কালো মেঘে ঢেকে দেয়া আকাশটি 

উচ্ছসিত আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে উঠুক সেই আকাঙ্খায় 

জেগেউঠেছে কোটি প্রাণের মিছিল সমস্বরে এই এই প্রান্তরে l 

সকল প্রাণের একই দাবী; একই ভাষার একটি দেশ বাংলাদেশ l 

জুলুম কিংবা রক্তচক্ষু হুকুমের তাবেদারী আর নয় ! 

মানুষ জাগলো, , মাটি জাগলো, নদী জাগলো, ফুল পাখি জাগলো 

আকাশ বাতাস কাঁপিয়ে জেগে উঠলো কোটি প্রাণ একই সাথে l 

ঐতো সামনেই দেখা যায় একটি লাল সবুজের পতাকা; 

একটি ঐতিহাসিক ভাষণ; প্রেরণার উজ্জ্বল তারকাগুলো যেন 

ক্রমশই আরো উজ্জ্বলতর হয়ে বুকের ভেতর সাহসের আলো জ্বালিয়ে দিলো l 

যার যা কিছু ছিল তাই নিয়ে এবার সবাই এগিয়ে এলো সামনে 

একটি ভয়াবহ বহিঃশত্রু মোকাবেলার জীবনপণ যুদ্ধ l 

তিরিশ লক্ষ জীবন, লক্ষ মা বোনের ত্যাগের মহান ইতিহাস 

অবশে একটি গোলাপ ও মায়ের মুখের হাসি; 

স্বাধীনতা ও একটি সোনালী রৌদ্রৌজ্জ্বল সোনালী বাংলাদেশ l 

********************************************************************

০১ ডিসেম্বর ২০২০

ভার্জিনিয়া, ইউ এস এ

Wednesday, November 25, 2020

“ভগবান বাহিরে না ভিতরে”

 “ভগবান বাহিরে না ভিতরে”

মিজানুর ভূইয়াঁ 


শুধু তোমাদেরই জন্য প্রায় প্রতিদিনই 

কারণে অকারণে ছুটে আসি চেন্টিলি ক্রসিংয়ে l

কখনো হতভাগা পুরুষ কখনো নারী 

দাঁড়িয়ে চৌরাস্তার ট্রাফিক সিগন্যালে অপেক্ষমান l

প্রতীক্ষা কখন গাড়ির জানালা খুলবে 

আর মুষ্টিবদ্ধ হাতখানা বেরিয়ে আসবে জানালার ফাঁকে l

কনকনে শীতের হাওয়া বইছে বাহিরে 

তবুও জীবন জীবিকার প্রয়োজনে ঘরে থাকার উপায় নেই l

গাড়ির জানালা একটুকু খুলে প্রসারিত করি মুষ্টিবদ্ধ হাত

যতটুকু সাধ্য; অমনি দৌড়িয়ে এসে হাতে তুলে নেয় মহাখুশিতে l

দু’হাত উঁচু আর মাথা নীচু করে শুভেচ্ছা 

গড ব্লেস ইউ স্যার, জীবন নিয়তির খেলায় এতোই ফারাক l

কেউ শীতের রাতে বাইরে দাঁড়িয়ে 

আবার কেউ অট্রালিকার উষ্ণ তক্ততাউসে সুখ নিদ্রাবাস l

***************************************************

২৫ নভেম্বর ২০২০ 

ভার্জিনিয়া ইউ এস এ

Monday, November 2, 2020

“ একটি সোনালী ভোরের প্রত্যাশায়”

“একটি সোনালী ভোরের প্রত্যাশায়”

মিজানুর ভূইয়াঁ


সর্ব-মানবতার জয় হউক

উঠুক একটি নতুন সূর্য এই প্রত্যুষে নতুন প্রত্যয়ে l

অসহিষ্ণুতা ও ঘৃণা বিদায় হয়ে যাক

আসুক নতুন সকাল একটি সুন্দর আশা নিয়ে l

জেগে উঠুক সোনালী স্বপ্ন

প্রতিটি হৃদয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় l

স্বস্থির নিঃস্বাস ফিরে আসুক

এক অমিয় শান্তির বার্তা নিয়ে সবার বুকে l

অস্বস্তির বিষবাষ্পটুকু সরে যাক

সুনির্মল বায়ু বয়ে আনুক স্বস্তির নিঃস্বাস চারিদিকে l

ভীতি ও আতঙ্ক নির্বাসিত হয়ে যাক

আসুক দুর্জয় সাহসিকতা সৈনিকের বেশে নতুন আলিঙ্গনে l

ঘৃণা আর কৌলিণ্যতা মুচে যাক

আসুক শ্রান্ত উদার মানবিকতা এই মানব ধরাভূমিতে l

সকল অন্ধকার ও রুদ্ধ-দ্বার খুলে যাক

আলোর মিছিলে ভরে যাক সর্বপ্রান্ত কানায়কনায় l

বুকের উপর চেপে থাকা কষ্টের জগদ্দল পাথর

নিঃচিহ্ন হয়ে মিলিয়ে যাক এই শান্ত উদার ভূমিতে l

যে কাঁটা গলায় বিঁধে অসহনীয় যন্তনা দিচ্ছে

সেই কাঁটা নীরবে নিঃসরিত হয়ে মিলিয়ে যাক উদরে l

যে সোনালী আলোটুকু ঢেকে দিয়েছে অশুভ ছায়া

সেই ছায়াটুকু আজ হারিয়ে যাক সোনালী ভোরের আলোর বন্যায় l

সোনালী ভোরের প্রতিশ্রুতির আলোটুকু 

বার বার ঢেকে দেয় কুৎসিত প্রেতাত্নার অশুভ কালো ছায়ায় 

তবুও আলোর দিশারী জেগে থাকে অতন্দ্র 

একটি সুন্দর সোনালী সূর্যোদয়ের চিরন্তন আশা বুকে নিয়ে 

সকল আলোর পথযাত্রীরা যখন জেগে উঠবে একই সাথে 

শত বাধা বিপত্তি ডিঙ্গিয়ে সেই সোনালী আলোর সূর্য্য জেগে উঠবেই !!

************************************************

১লা নভেম্বর ২০২০

ভার্জিনিয়া ইউ এস এ


Saturday, October 17, 2020

“নাগরিকবিহীন নগর”

 “নাগরিকবিহীন নগর”

মিজানুর ভূইয়াঁ 


পাথরে গড়া সুবিশাল সৌকর্যময় ইমারত সর্বত্রই 

কারুকার্যময়তায় পরিপূর্ণ মনোরম দৃষ্টি নন্দিত চারিদিক l

এই শহর শুধু শহর নয়; বিশ্বের রাজধানী বলে খ্যাত 

একদিন প্রাণচাঞ্চল্যকর ও মুখরিত ছিল চারিদিকে l

এই জনপদ এই শহর একদিন মুখরিত ছিল লক্ষ 

মানুষের পদচারণায়; এখানে আজ একেবারেই 

জন মানব শূন্য; বলতে গেলে খুবই নগন্য মানুষের 

ক্ষানিক পদচারণা মাত্র এখানে সেখানে l

এখানে প্রতিদিনই পৃথিবীর ভিবিন্ন প্রান্ত থেকে আসা 

পর্যটকের বিশাল পদচারণায় দিনরাত মুখরিত ছিল l

সব কিছু আজ ম্লান করে দিয়েছে অজানা এক ভীতি 

সেই অদৃশ্য মৃত্যু দানবের ভয়ে মানুষ এখন আর 

আগের আনন্দ উচ্ছলতার আগ্রহটুকু হারিয়ে ফেলেছে l

প্রতিটি মানুষই ভীষণ দ্বিধাগ্রস্ত উন্মুক্ত বিচরণে,

নিজের মনের সকল চাওয়া পাওয়াকে অনেকটাই 

বিসর্জন দিয়ে হলেও নিজ নিরাপত্তা ও বেঁচে থাকার 

বিষয়টিকেই বুকে ধারণ করে নিজ সীমায় বন্ধি জীবন কাটাচ্ছে l

পৃথিবীর সকল প্রান্তেই সুন্দরতম সৃষ্টিগুলো এখন

জনমানবিহীন, অযত্নে এবং অরক্ষিত কালের সাক্ষী হয়ে 

একান্ত নিষ্প্রভ অপ্রয়োজনীয় বস্তুর মতোই দাঁড়িয়ে আছে l

যেন প্রাণহীন আনন্দবিহীন এক একটি নগরী 

মানুষগুলো যেন বন্ধী কোনো এক দানবের পিঞ্চরে l

আর পুরো শহরগুলো এখন এক একটি নাগরিকবিহীন নগর l

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৭ই অক্টোবর ২০২০ 

ওয়াশিংটন ডি সি 

ইউ এস এ 

Saturday, October 3, 2020

"অভিশাপ"

"অভিশাপ" 

মিজানুর ভূঁইয়া 


একটি স্বাভাবিক পৃথিবী 

একটি নির্বিগ্নে চলমান পৃথিবী 

একটি অগ্রসরমান জীবনযাত্রার পৃথিবী 

একটি সম্প্রীতি ও সৌহার্দময়তার পৃথিবী 

একটি শান্তি ও সুভ্রাতৃত্বের সুসম্পর্কময় পৃথিবী 

একটি জ্ঞান বিজ্ঞানে অগ্রসরমান সুস্থিতিশীল পৃথিবী 

একটি শান্তি ও সমৃদ্ধি নিয়ে নির্বিগ্নে এগিয়ে যাওয়া পৃথিবী 

একটি নতুন প্রজন্মের চোখে সোনালী স্বপ্ন আঁকা আগামীর পৃথিবী

একটি যুদ্ধ ও দ্বন্ধবিহীন সুন্দর চিন্তার জেগে উঠা মুক্ত ভাবনার পৃথিবী 

একটি সবুজ শ্যামলিমায় ঢেকে দেওয়া নিশ্চিত প্রশান্তির এগিয়ে যাওয়া পৃথিবী l l 

যারা আজ কালো বিষাক্ত ধোঁয়ায় এই পৃথিবীকে ঢেকে দিয়েছে; 

পৃথিবীর সকল মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কলুষিত করে

চরম বিপদগ্রস্থ করে প্রতিটি জীবনকে আজ মৃত্যুর মুখোমুখি করে দিয়েছে;   

প্রতিদিন জীবন মৃত্যুর নারকীয় যন্ত্রণার শিকারে পরিণত করেছে l  

পৃথিবীর প্রায় সকল মানুষকে কর্মবিহীন ও শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত করেছে l  

সকল মানুষকে সামাজিক দূরত্ব বজায়ে রাখার মতো পৈশাচিক 

নিয়মানুবর্তীতায় আবদ্ধ করে সাম্পর্কিক দূরত্বে রেখে 

সম্পর্কের বিনাশ ও সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিয়েছে l 

সেই মানুষ নামের নরপিচাশদের বিরুদ্ধে কেউ কিছু না বললেও;

যে সন্তান আজ তার পিতামাতার অনাকাঙ্খিত মৃত্যুতে কিংবা 

পিতা মাতা তার নিজ সন্তানের অস্বাভাবিক মৃত্যুতে 

কাছে যেতে পর্যন্ত পারছেনা; সেই মানুষগুলো ধিক্কার দিয়ে অভিশাপ দিচ্ছে l 

যে শিশুটি আজ স্কুলে না যেতে পেরে ঘরে বন্ধি হয়ে মানুষিক 

যন্ত্রনায় ছটপট করছে; আজ সেই শিশুটি ঘৃণাভরে অভিশাপ দিচ্ছে l  

যে পিতা মাতা শারীরিক পরিশ্রমের বিনিময়ে উপার্জন করে 

নিজ সন্তানের মুখে দুবেলা দু মুঠো অন্ন যোগাতো, আজ ভিক্ষার থালা হাতে;  

সেই পিতা মাতার ক্ষতবিক্ষত অন্তর আজ অভিশাপ দিচ্ছে l 

পৃথিবীর তাবৎ মানুষ যারা বিভিন্নভাবে বিপদগ্রস্থ কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে 

জীবনের স্বাভাবিক অবস্থাটুকু হারিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য; 

সেই মানুষগুলো প্রাণখুলে অভিশাপ দিচ্ছে l 

আজ পৃথিবীর সকল বিবেক যেখানে স্তব্ধ ও বাকশূন্য 

কোনো প্রতিবাদ কিংবা প্রতিকারের আওয়াজ তুলছেনা, নিঃস্তব্দ নির্বিকার l  

সেখানে পৃথিবীর সকল ক্ষতিগ্রস্ত ও ক্ষতবিক্ষত হৃদয়ের অভিশাপই  

একমাত্র তোদের পাওনা এবং শেষ পরিণতি l 

************************************************************

০৩ অক্টোবর ২০২০ 

ভার্জিনিয়া ইউ এস এ  


Saturday, September 26, 2020

“কোথায় সেই মানুষটি “

 “কোথায় সেই মানুষটি “

মিজানুর ভূইয়াঁ 


উদার হৃদয়, সুবিশাল সিংহ দ্বার 

বহুদিন আগে দেখেছি ছিল যেন তাহার l

মন তাহার ছিল বিশাল এক পর্বতশৃঙ্গ উঁচু সম 

বাহুতে ধরে রেখেছিলো অদম্য সাহস l

হৃদয়ভরা শীতলতা ছিল এক মহাসমুদ্র জলধারায় 

উজাড় করা মমতায় ভরে দিতো পৃথীবির প্রাণ l

মমতামাখা সুখের চুম্বন কপোলেতে দিতো এঁটে 

শান্তির অমৃত ধারায় দুঃখ ক্লেদ দূর হয়ে মন উঠতো হেসে l

দিগন্ত বিস্তৃত প্রশান্তির অমৃত ছায়া ঢাকা হাতছানি 

তারই নিচে ম্লান হয়ে যেতো মনের সকল দুঃখ গ্লানি l

চোখে ছিল তাহার সোনালী রোদের ঝিকিমিকি 

কপোলেতে আলোক ছটা সুখের ইঙ্গিত আলোরেখায় l

বুক ভরা অদম্য সাহস সত্য ও সুন্দর জয়ের প্রত্যয় 

হৃদয় ভরা প্রশান্তির স্রোতধারা মমতায় ঘেরা মন l

মানুষকে ভালবেসে আপন করা; নয় ধর্ম বিভাজন ll

মিথ্যেকে বিদায় জানিয়ে সত্যকে করিত আলিঙ্গন 

সেই মানুষটি কোথায় হারিয়ে গেলো দেখিনা এখন l

*******************************************

২৬ সেপ্টেম্বর ২০২০ 

ভার্জিনিয়া ইউ এস এ 

Saturday, September 19, 2020

“হে চির সুন্দর”

 “হে চির সুন্দর”

মিজানুর ভূইয়াঁ 


শীতের প্রকোপ এলে জানি যাবে চলে 

যা কিছু কথা আছে যাও এখনই কানে কানে বলে l

সৌরভে ভরা মিতালীর এই সুন্দর দিনগুলো 

মনের মাঝে গেঁথে থাকনা আনন্দ স্মৃতি হয়ে l

মাঝে শুধু ক‘টি মাস সব কিছুই রবে একা 

ফিরে এসো ফাল্গুনে নতুন সাজে আবার হবে দেখা l

চোখের শোভাটুকু মনেই রেখে দেবো যত্ন করে 

ভালো থেকো সুন্দরটুকু রেখে দিও আপন তরে l

আবার যখন আসিবে ফিরে আঙ্গিনার চারিধারে 

স্বযতনে নেব তুলে একান্ত আপন করে l

সুন্দর তুমি চির, অন্তর বিকশিত আলো এই মনে 

তুমিই ছিলে সদা আনন্দ উদ্ভাসিত মনে ও নয়নে l

যা কিছু অসুন্দর ছিল ঘিরে চারিদিকে 

তোমার সুন্দর এসে দিয়েছে সব কিছু করে একেবারে ফিকে l

ভাল রেখেছিলে তুমি সাহস ও স্বস্তিটুকু দিয়ে 

তুমিই ছিলে পরম বন্ধু ছিলেম একরাশ শান্তি নিয়ে l

বিদায় হে চির সুন্দর ক্ষনিকের তরে

আবার হবে দেখা কোনো এক সূর্য্য উঠা নতুন ভোরে ll

**********************************************

১৯শে সেপ্টেম্বর ২০২০ 

ভার্জিনিয়া ইউ এস এ 

Sunday, August 30, 2020

"যে স্মৃতি যায়না ভুলা"

 শৈশব স্মৃতি বিজড়িত পয়ালগাছা মাধ্যমিক বিদ্যালয়ের স্মৃতির স্বরণে !!! 

"যে স্মৃতি যায়না ভুলা"

মিজানুর ভূইয়াঁ 


গ্রামখানি পরিপাটি যেন উপশহর 

পয়ালগাছা উচ্চবিদ্যায়ল ছিল গ্রামীণ এক আলোক প্রহর l 

সেখানে ছিল একটি ডিগ্রী কলেজে 

নাম ডাকে ছিল খ্যাত; উচ্চশিক্ষায় করেছে অনেকের জীবন সহজ l 

সেই মাধ্যমিক বিদ্যালয়ের শৈশব স্মৃতি 

সময়গুলো কেটেছিল বিশাল খেলার মাঠে; ব্যাস্ত নিবেদিত সংস্কৃতি l   

ছুটাছুটি এদিক সেদিক উদ্যাম-গতি 

ছিল কিছুটা ভলিবল, ক্রিকেট আর ব্যাডমিন্টন প্রীতি l 

সাহিত্য সংস্কৃতিতে ছিল মন একটু বেশি 

শ্রেণী পাঠ শেষ হলেই বিতর্ক আর সংগীতে গিয়েছি মিশে l 

পড়াশুনায়ও মন ছিল কিছুটা সমতালে 

এদিক সেদিক উঁকিঝুঁকিও  মারা হতো একটু সুযোগ পেলে l 

টিফিনের বিরতিতে মেয়েরা যেত 

পাশেই অধ্যাপিকা পান্না কায়সারের পৈতৃক পরিত্যাক্ত বাড়ি l 

ছেলেরা দলবেঁধে আড্ডায় মেতে উঠতো 

মমতাজের চায়ের স্টলে কিংবা নুরু ভাইয়ের মনোহরি দোকানে l   

বাড়ি থেকে স্কুলের পথ ছিল খানিকটা দূর

ছাত্রাবাসেই মাধ্যমিক শিক্ষাকাল কেটেছে আনন্দ সুমধুর l  

বিদ্যালয়ে ছিল নির্বাচিত ছাত্রসংসদ 

আমিও ছিলাম তার একজন সক্রিয় কর্মকর্তা সদস্য পরিষদ l   

মাধ্যমিক শেষ করে চলে এলাম ঢাকায় 

সেই থেকেই বিচ্ছিন্ন সবাই চলেগেলো যার যার জাগায় l 

তবুও দেখা হতো মাঝে মাঝে 

অবশেষে নিয়তি নিয়ে এলো এই দূর প্রবাসে l 

শৈশব কৈশোর কেটেছে যেথায় 

সেই মধুর স্মৃতিটুকু আজও স্পষ্ট লেখা মনের খাতায় l 

কেটেছে দিনরাত উত্তাল আনন্দে 

চোখে রঙিন স্বপ্ন মনে নায়কীয় ভাব আর কবিতার ছন্দে l  

বন্ধু স্বজন ব্যাষ্টিত সরব দিনরাত 

আনন্দ হৈচৈ করে কেটেছে মিলে সবাই উৎসবমুখর একসাথ l 

কোথায় হারিয়েগেছে সুন্দর সেইদিন 

স্কুলের বন্ধু বান্ধবীরা ছড়িয়ে ছিটিয়ে সেই স্মৃতি আজ বিলীন l 

আজও দাঁড়িয়ে আছে স্মৃতির মিনার 

বিশাল দুইতলা বিদ্যালয় ভবন আর ছাত্রাবাস কালের সাক্ষী হয়ে l 

সুদীর্ঘ প্রবাস জীবন; আমি শুধু অনেক দূরে 

কেউবা হারিয়েগেছে ইহলোকে; কেউ মন দিয়ে করছে সংসার l 

কেউবা নিজ পেশায় দিনরাত ব্যাস্ত; কেউ গ্রামেই রয়েগেছে 

আপন মাটির আত্নিক টানে; জীবন নিয়তির খেলায় মাঝ বয়সে  

সবাই বন্ধি নিজ নিজ গন্ডিতে; সময় পেলে একটু আধটুকু খোজখবর l 

এরই ফাঁকে সময়ের স্রোত বয়েগেছে অনেকদূর; যে যার সীমান্তে 

তবুও মনের ভেতর উঁকি দিয়ে ভেসে উঠে পুরোনো সেই সুর;

হাজারো স্মৃতিভরা সুবিশাল সেই বিদ্যালয় ভবন, আজও অনন্য l  

আজও মন চায় হেঁটে আসি একবার এর সুবিস্তৃত বারান্দাটুকু 

এপাশ থেকে ওপাশ পর্যন্ত; ফেলে আসা হাজারো স্মৃতির রোমন্থনে l   

*********************************************************

৩০শে অগাস্ট ২০২০

ভার্জিনিয়া ইউ এস এ 

Tuesday, August 25, 2020

"অন্যরকম পাওয়া"



 "অন্যরকম পাওয়া" 

মিজানুর ভূইয়াঁ 

সব সময়ই তুমি দূরে দূরে ছিলে 

কারণ দূরে থাকতেই তুমি ভালোবাসতে l  

দূরে থেকেই সব কিছু দেখে তুমি শান্তি পেতে 

ভালোবাসো সে কথাটিও মনের ভেতরই রেখে দিলে l 

নিজ মনের ভেতরই সাজিয়েছ ভাবনার বাগান 

তুমি সেখানেই একাকী বিচরণ করেই শান্তি পাও l  

নিজেই গান করো, কবিতা পড়; নিজ আনন্দে 

আপন ভূবনে নেচে নেচে আনন্দ করে বেড়াও l 

মন চায়তো আকাশের দিকে তাকাও আবার মন চায়তো 

সমুদ্র তীরে বসে সীমাহীন জলরাশির দিকে 

একদৃষ্টিতে তাকিয়ে নিজেই একা ভেলায় চড়ে 

জলতরঙ্গে ভেসে ভেসে বেড়াও; কি অদ্ভুত তাই না !

তুমি নিজের মনের রাজ্যে নিজেই রাজা-প্রজা 

তোমাকে কারোর কাছেই কোনো ধারধারী হতে হয়না l  

নিজের মনের ভেতর লুকিয়ে থাকা কষ্টগুলোকে 

তুমি মুক্ত হাওয়াতে উড়িয়ে দিয়ে স্বস্তির নিঃস্বাশ নাও l  

বাহ্ কি চমৎকার পারঙ্গম ক্ষমতা তোমার; 

নিজের উপর এতো চমৎকার নিয়ন্ত্রণ 

খুব কম লোকই তা করতে পারে; 

যা তুমি বেশ ভালই সামলে নিতে পারছো l 

ঐ আকাশ পাহাড় আর বহমান নদীকে দেখেই তোমার তৃপ্তি 

 এদেরকে কাছে না পাওয়ার জন্য তোমার মনে একটুও কষ্ট নেই l  

 সব কিছুতেই তুমি শুধু দেখে দেখে তৃপ্ত; ছুঁয়ে দেখতে চাওনা l 

 ফুলকে তুমি অনেক ভালোবাসো; প্রতিনিয়তই ফুলের পাশ ঘেঁষে 

 হেটে যেতেই তোমার সকল আনন্দ; স্পর্শ করে দেখতে নয় l 

সুন্দরকে দূর থেকে দেখেই মনের ভেতর যে সতেজ আনন্দকে 

সুদীর্ঘ সময় ধরে তার অস্তিত্বকে মনে লালন করা যায়; 

তাকে ছুঁইয়ে দিলেই সেই অশেষ অনুভূতিটুকু মলিন হয়ে যায় l   

আর ঠিক তখনই সেই ভাবনার সুখময় আবেশটুকু 

মন থেকে কোথায় যেন হারিয়ে যায়; আর তাই 

তুমি "অন্যরকম পাওয়া" নিয়েই থাকতে চাও l 

******************************************

ভার্জিনিয়া ইউ এস এ 

২৫ অগাস্ট ২০২০ 


Tuesday, August 4, 2020

সুখের চারা”

“সুখের চারা”
মিজানুর ভূইয়াঁ

কষ্টগুলো সব নষ্ট হয়ে যাক
সুখের ছোঁয়া লেগে l
সুখগুলোকে একপলকে খুঁজে নাও
নিজের মনেই তা আছে l
কষ্টটুকু আঁধার যেমন
সুখ হলো যেমন আলোর প্রহর l
কষ্ট হলো কাঁটার আঘাত
সুখ ফুলের সজীব সতেজ শোভা l
কষ্ট বৃক্ষ না লাগিয়ে
মনের ভিতর চাষো সুখের চারা l
সুখবৃক্ষ বেড়ে উঠলে
দুঃখ ভেগে যাবে খেয়ে ভীষণ তাড়া l
যতোই কস্ট আসুক ধেয়ে
লাগবেনা তার কোনো ছোঁয়া তোমার গায়ে l
****************************
৩রা অগাস্ট ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ

সময় ৭ মিঃ ৩৬ সেঃ

Tuesday, July 14, 2020

প্রকৃতি ও আশা জাগানিয়া সংকেত”

“প্রকৃতি ও আশা জাগানিয়া সংকেত”

ফুলেরা আবারো দ্বিতীয় দফা উঠেছে ফুটে
আশা জাগানিয়ার স্বপ্ন নিয়ে l
পাখিরাও গাইছে মধুর সুরে প্রাণ জাগানিয়া গান  
সবুজ গাছের ডালে বসে l
জীবন তরী ডুবুডুবু করেও ভেসে উঠে বার বার
অথৈ সাগর জল সোপানে l
যতোই আসুক ঝড় চারিদিকে কালো মেঘ সাজিয়ে
সূর্য্যের আলো আছে দাড়িয়ে পিছনে l
ফুল পাখি জল আর সূর্যের কাছে সকল আশা
তাইতো বেঁচে থাকার কিছুটা ভরসা l

#MRB

Saturday, July 11, 2020

দুরাচারীর দুঃস্কর্ম


দুরাচারীর দুঃস্কর্ম
মিজানুর ভূইয়াঁ

 কষ্ট কাকে বলে বুঝো; ছোট কষ্ট, বড় কস্ট 
 তোমার নিজের কাছে কস্ট যেমন বেদনাদায়ক,
সেই কস্ট অন্যের কাছেও তেমনি একই রকম বেদনাদায়ক l
তোমরা যা নিজেও কখনোই ইচ্ছে এবং অনিচ্ছেতেও নিতে চাইবেনা
আর তোমরা কিভাবে সেটা অন্যের জীবনে কামনা করছো l
তোমরা কিভাবে এমন নির্দয় নির্মম হতে পারো;
আর সেটা কিভাবে তোমরা অন্যের বেলায় বুঝোনা
নিজের বেলায় ঠিকইতো খুব ভালোই বুঝো l
সারা পৃথিবী জুড়ে সমগ্র মানুষের উপর
যতোটুকু কষ্টের বোঝা তোমরা চাপিয়ে দিয়েছো;
সেই সকল কষ্টগুলোকে একত্রিত করে তোমাদের উপর
চাপিয়ে দেয়া যেতো, তবেই তোমরা বুঝতে
এর ভয়াবহতা কতো ব্যাপক এবং বিষন্নতায় ভরা l
তোমাদের খেয়ালী মনের সৃষ্ট এই নির্মম পাষণ্ডতার
মাসুল দিচ্ছে তাবৎ পৃথিবীর সকল শ্রেণীর মানুষেরা l
কেউ হারাচ্ছে স্বজন, কেউ নিজে ধুঁকেধুঁকে মরছে
কেউ হারাচ্ছে তার রুটি রোজগারের সংস্থান, কেউ হারাচ্ছে
আজীবন তিলে তিলে গড়ে তোলা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান l
হারিয়ে যাচ্ছে হাজার বছরের লালিত সমাজ, সংস্কৃতি
কৃষ্টি, ধর্মীয় আচার আয়োজন, বেঁচে থাকার আত্নবিশ্বাস l
তোমরা জীবনের সকল স্বাভাবিকতাকে
এতোই  ভীবৎস আতঙ্কগ্রস্ত করেছো যে, আজকাল
প্রিয় মানুষগুলো যখন রোগে শোকে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে
সেই মুহূর্তে কেউ একটু কাছে যেতে পর্যন্ত সাহস পাচ্ছেনা l
তোমাদের লোভাতুর মন তোমাদিগকে এতোই দুর্দান্ত
পাষণ্ড বানিয়েছে, পৃথিবীর আর সকল কিছুকেই নস্যি ভাবছো তোমরা l
তোমাদের দুরাচারী দুঃষ্কর্ম আজ পৃথিবীর হাজার বছরের
গড়ে উঠা সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি চরম
ধ্বংস লীলার দিকে ঠেলে দিতেও দ্বীধাবোধ করছেনা l  
তোমরা ভুলেগেছো; দুরাচারের দুঃস্কর্মের সময়-কাল বেশি দূর এগোয়না l
পৃথিবীর ইতিহাস থেকে তোমাদের তা জেনে নেয়া প্রয়োজন l
মানুষ সত্য, সৎ কর্ম সত্য, ধর্ম সত্য, সমাজ সত্য, সংস্কৃতি সত্য
সুসম্পর্কের বন্ধন সত্য, প্রেম-প্রীতি সত্য, দয়া-মায়া সত্য,
সূর্য্য চাঁদের আলো যেমন অতি স্বচ্ছ সত্য
তেমনি পৃথিবীর সকল মানুষের বেঁচে থাকার অধিকারও চির সত্য l
শুধু দুরাচারের দুঃস্কর্ম সব সময়ই যা অন্ধকারে ঢেকে থাকে
তা আজীবন অসত্যই রয়ে যাবে এবং এর পতন অনিবার্য l

ভার্জিনিয়া ইউ এস এ
১১ই জুলাই ২০২০