Wednesday, November 25, 2020

“ভগবান বাহিরে না ভিতরে”

 “ভগবান বাহিরে না ভিতরে”

মিজানুর ভূইয়াঁ 


শুধু তোমাদেরই জন্য প্রায় প্রতিদিনই 

কারণে অকারণে ছুটে আসি চেন্টিলি ক্রসিংয়ে l

কখনো হতভাগা পুরুষ কখনো নারী 

দাঁড়িয়ে চৌরাস্তার ট্রাফিক সিগন্যালে অপেক্ষমান l

প্রতীক্ষা কখন গাড়ির জানালা খুলবে 

আর মুষ্টিবদ্ধ হাতখানা বেরিয়ে আসবে জানালার ফাঁকে l

কনকনে শীতের হাওয়া বইছে বাহিরে 

তবুও জীবন জীবিকার প্রয়োজনে ঘরে থাকার উপায় নেই l

গাড়ির জানালা একটুকু খুলে প্রসারিত করি মুষ্টিবদ্ধ হাত

যতটুকু সাধ্য; অমনি দৌড়িয়ে এসে হাতে তুলে নেয় মহাখুশিতে l

দু’হাত উঁচু আর মাথা নীচু করে শুভেচ্ছা 

গড ব্লেস ইউ স্যার, জীবন নিয়তির খেলায় এতোই ফারাক l

কেউ শীতের রাতে বাইরে দাঁড়িয়ে 

আবার কেউ অট্রালিকার উষ্ণ তক্ততাউসে সুখ নিদ্রাবাস l

***************************************************

২৫ নভেম্বর ২০২০ 

ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment