Monday, November 2, 2020

“ একটি সোনালী ভোরের প্রত্যাশায়”

“একটি সোনালী ভোরের প্রত্যাশায়”

মিজানুর ভূইয়াঁ


সর্ব-মানবতার জয় হউক

উঠুক একটি নতুন সূর্য এই প্রত্যুষে নতুন প্রত্যয়ে l

অসহিষ্ণুতা ও ঘৃণা বিদায় হয়ে যাক

আসুক নতুন সকাল একটি সুন্দর আশা নিয়ে l

জেগে উঠুক সোনালী স্বপ্ন

প্রতিটি হৃদয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় l

স্বস্থির নিঃস্বাস ফিরে আসুক

এক অমিয় শান্তির বার্তা নিয়ে সবার বুকে l

অস্বস্তির বিষবাষ্পটুকু সরে যাক

সুনির্মল বায়ু বয়ে আনুক স্বস্তির নিঃস্বাস চারিদিকে l

ভীতি ও আতঙ্ক নির্বাসিত হয়ে যাক

আসুক দুর্জয় সাহসিকতা সৈনিকের বেশে নতুন আলিঙ্গনে l

ঘৃণা আর কৌলিণ্যতা মুচে যাক

আসুক শ্রান্ত উদার মানবিকতা এই মানব ধরাভূমিতে l

সকল অন্ধকার ও রুদ্ধ-দ্বার খুলে যাক

আলোর মিছিলে ভরে যাক সর্বপ্রান্ত কানায়কনায় l

বুকের উপর চেপে থাকা কষ্টের জগদ্দল পাথর

নিঃচিহ্ন হয়ে মিলিয়ে যাক এই শান্ত উদার ভূমিতে l

যে কাঁটা গলায় বিঁধে অসহনীয় যন্তনা দিচ্ছে

সেই কাঁটা নীরবে নিঃসরিত হয়ে মিলিয়ে যাক উদরে l

যে সোনালী আলোটুকু ঢেকে দিয়েছে অশুভ ছায়া

সেই ছায়াটুকু আজ হারিয়ে যাক সোনালী ভোরের আলোর বন্যায় l

সোনালী ভোরের প্রতিশ্রুতির আলোটুকু 

বার বার ঢেকে দেয় কুৎসিত প্রেতাত্নার অশুভ কালো ছায়ায় 

তবুও আলোর দিশারী জেগে থাকে অতন্দ্র 

একটি সুন্দর সোনালী সূর্যোদয়ের চিরন্তন আশা বুকে নিয়ে 

সকল আলোর পথযাত্রীরা যখন জেগে উঠবে একই সাথে 

শত বাধা বিপত্তি ডিঙ্গিয়ে সেই সোনালী আলোর সূর্য্য জেগে উঠবেই !!

************************************************

১লা নভেম্বর ২০২০

ভার্জিনিয়া ইউ এস এ


No comments:

Post a Comment