Saturday, October 17, 2020

“নাগরিকবিহীন নগর”

 “নাগরিকবিহীন নগর”

মিজানুর ভূইয়াঁ 


পাথরে গড়া সুবিশাল সৌকর্যময় ইমারত সর্বত্রই 

কারুকার্যময়তায় পরিপূর্ণ মনোরম দৃষ্টি নন্দিত চারিদিক l

এই শহর শুধু শহর নয়; বিশ্বের রাজধানী বলে খ্যাত 

একদিন প্রাণচাঞ্চল্যকর ও মুখরিত ছিল চারিদিকে l

এই জনপদ এই শহর একদিন মুখরিত ছিল লক্ষ 

মানুষের পদচারণায়; এখানে আজ একেবারেই 

জন মানব শূন্য; বলতে গেলে খুবই নগন্য মানুষের 

ক্ষানিক পদচারণা মাত্র এখানে সেখানে l

এখানে প্রতিদিনই পৃথিবীর ভিবিন্ন প্রান্ত থেকে আসা 

পর্যটকের বিশাল পদচারণায় দিনরাত মুখরিত ছিল l

সব কিছু আজ ম্লান করে দিয়েছে অজানা এক ভীতি 

সেই অদৃশ্য মৃত্যু দানবের ভয়ে মানুষ এখন আর 

আগের আনন্দ উচ্ছলতার আগ্রহটুকু হারিয়ে ফেলেছে l

প্রতিটি মানুষই ভীষণ দ্বিধাগ্রস্ত উন্মুক্ত বিচরণে,

নিজের মনের সকল চাওয়া পাওয়াকে অনেকটাই 

বিসর্জন দিয়ে হলেও নিজ নিরাপত্তা ও বেঁচে থাকার 

বিষয়টিকেই বুকে ধারণ করে নিজ সীমায় বন্ধি জীবন কাটাচ্ছে l

পৃথিবীর সকল প্রান্তেই সুন্দরতম সৃষ্টিগুলো এখন

জনমানবিহীন, অযত্নে এবং অরক্ষিত কালের সাক্ষী হয়ে 

একান্ত নিষ্প্রভ অপ্রয়োজনীয় বস্তুর মতোই দাঁড়িয়ে আছে l

যেন প্রাণহীন আনন্দবিহীন এক একটি নগরী 

মানুষগুলো যেন বন্ধী কোনো এক দানবের পিঞ্চরে l

আর পুরো শহরগুলো এখন এক একটি নাগরিকবিহীন নগর l

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৭ই অক্টোবর ২০২০ 

ওয়াশিংটন ডি সি 

ইউ এস এ 

No comments:

Post a Comment