Saturday, October 3, 2020

"অভিশাপ"

"অভিশাপ" 

মিজানুর ভূঁইয়া 


একটি স্বাভাবিক পৃথিবী 

একটি নির্বিগ্নে চলমান পৃথিবী 

একটি অগ্রসরমান জীবনযাত্রার পৃথিবী 

একটি সম্প্রীতি ও সৌহার্দময়তার পৃথিবী 

একটি শান্তি ও সুভ্রাতৃত্বের সুসম্পর্কময় পৃথিবী 

একটি জ্ঞান বিজ্ঞানে অগ্রসরমান সুস্থিতিশীল পৃথিবী 

একটি শান্তি ও সমৃদ্ধি নিয়ে নির্বিগ্নে এগিয়ে যাওয়া পৃথিবী 

একটি নতুন প্রজন্মের চোখে সোনালী স্বপ্ন আঁকা আগামীর পৃথিবী

একটি যুদ্ধ ও দ্বন্ধবিহীন সুন্দর চিন্তার জেগে উঠা মুক্ত ভাবনার পৃথিবী 

একটি সবুজ শ্যামলিমায় ঢেকে দেওয়া নিশ্চিত প্রশান্তির এগিয়ে যাওয়া পৃথিবী l l 

যারা আজ কালো বিষাক্ত ধোঁয়ায় এই পৃথিবীকে ঢেকে দিয়েছে; 

পৃথিবীর সকল মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কলুষিত করে

চরম বিপদগ্রস্থ করে প্রতিটি জীবনকে আজ মৃত্যুর মুখোমুখি করে দিয়েছে;   

প্রতিদিন জীবন মৃত্যুর নারকীয় যন্ত্রণার শিকারে পরিণত করেছে l  

পৃথিবীর প্রায় সকল মানুষকে কর্মবিহীন ও শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত করেছে l  

সকল মানুষকে সামাজিক দূরত্ব বজায়ে রাখার মতো পৈশাচিক 

নিয়মানুবর্তীতায় আবদ্ধ করে সাম্পর্কিক দূরত্বে রেখে 

সম্পর্কের বিনাশ ও সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিয়েছে l 

সেই মানুষ নামের নরপিচাশদের বিরুদ্ধে কেউ কিছু না বললেও;

যে সন্তান আজ তার পিতামাতার অনাকাঙ্খিত মৃত্যুতে কিংবা 

পিতা মাতা তার নিজ সন্তানের অস্বাভাবিক মৃত্যুতে 

কাছে যেতে পর্যন্ত পারছেনা; সেই মানুষগুলো ধিক্কার দিয়ে অভিশাপ দিচ্ছে l 

যে শিশুটি আজ স্কুলে না যেতে পেরে ঘরে বন্ধি হয়ে মানুষিক 

যন্ত্রনায় ছটপট করছে; আজ সেই শিশুটি ঘৃণাভরে অভিশাপ দিচ্ছে l  

যে পিতা মাতা শারীরিক পরিশ্রমের বিনিময়ে উপার্জন করে 

নিজ সন্তানের মুখে দুবেলা দু মুঠো অন্ন যোগাতো, আজ ভিক্ষার থালা হাতে;  

সেই পিতা মাতার ক্ষতবিক্ষত অন্তর আজ অভিশাপ দিচ্ছে l 

পৃথিবীর তাবৎ মানুষ যারা বিভিন্নভাবে বিপদগ্রস্থ কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে 

জীবনের স্বাভাবিক অবস্থাটুকু হারিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য; 

সেই মানুষগুলো প্রাণখুলে অভিশাপ দিচ্ছে l 

আজ পৃথিবীর সকল বিবেক যেখানে স্তব্ধ ও বাকশূন্য 

কোনো প্রতিবাদ কিংবা প্রতিকারের আওয়াজ তুলছেনা, নিঃস্তব্দ নির্বিকার l  

সেখানে পৃথিবীর সকল ক্ষতিগ্রস্ত ও ক্ষতবিক্ষত হৃদয়ের অভিশাপই  

একমাত্র তোদের পাওনা এবং শেষ পরিণতি l 

************************************************************

০৩ অক্টোবর ২০২০ 

ভার্জিনিয়া ইউ এস এ  


No comments:

Post a Comment