Saturday, September 26, 2020

“কোথায় সেই মানুষটি “

 “কোথায় সেই মানুষটি “

মিজানুর ভূইয়াঁ 


উদার হৃদয়, সুবিশাল সিংহ দ্বার 

বহুদিন আগে দেখেছি ছিল যেন তাহার l

মন তাহার ছিল বিশাল এক পর্বতশৃঙ্গ উঁচু সম 

বাহুতে ধরে রেখেছিলো অদম্য সাহস l

হৃদয়ভরা শীতলতা ছিল এক মহাসমুদ্র জলধারায় 

উজাড় করা মমতায় ভরে দিতো পৃথীবির প্রাণ l

মমতামাখা সুখের চুম্বন কপোলেতে দিতো এঁটে 

শান্তির অমৃত ধারায় দুঃখ ক্লেদ দূর হয়ে মন উঠতো হেসে l

দিগন্ত বিস্তৃত প্রশান্তির অমৃত ছায়া ঢাকা হাতছানি 

তারই নিচে ম্লান হয়ে যেতো মনের সকল দুঃখ গ্লানি l

চোখে ছিল তাহার সোনালী রোদের ঝিকিমিকি 

কপোলেতে আলোক ছটা সুখের ইঙ্গিত আলোরেখায় l

বুক ভরা অদম্য সাহস সত্য ও সুন্দর জয়ের প্রত্যয় 

হৃদয় ভরা প্রশান্তির স্রোতধারা মমতায় ঘেরা মন l

মানুষকে ভালবেসে আপন করা; নয় ধর্ম বিভাজন ll

মিথ্যেকে বিদায় জানিয়ে সত্যকে করিত আলিঙ্গন 

সেই মানুষটি কোথায় হারিয়ে গেলো দেখিনা এখন l

*******************************************

২৬ সেপ্টেম্বর ২০২০ 

ভার্জিনিয়া ইউ এস এ 

No comments:

Post a Comment