Monday, November 30, 2020

"একটি গোলাপ ও মায়ের হাসি"

 বিজয়ের অর্ধশতাব্দীর শুভেচ্ছা 


"একটি গোলাপ ও মায়ের হাসি"

মিজানুর ভূইয়াঁ 


একটি স্বপ্ন, একটি অধিকার আদায়ের যুদ্ধ 

একটি মানচিত্র, পৃথিবীর বুকে এ-যেন এক অভূতপূর্ব 

এক নতুন মহা আবিষ্কার; নিজের করে বেঁচে থাকার প্রত্যয়ে 

একটি আলোকিত ভুবনের ঠিকানায় অভিযাত্রা l 

অসহ্য তাপদাহ থেকে নিষ্কৃতি পাবার প্রানপণ প্রচেষ্টা 

উম্মুক্ত সুশীতল বায়ুতে বুকভরে নিঃস্বাশ নেয়ার চিরন্তন প্রয়াস l  

পৃথিবীর বুকে নিজের সকল সৃষ্টি ও ঐতিহ্যকে 

আপন অহংকারের মহিমায় বুকে ধারণ করে উল্লসিত জীবন l 

মাথার উপর কালো মেঘে ঢেকে দেয়া আকাশটি 

উচ্ছসিত আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে উঠুক সেই আকাঙ্খায় 

জেগেউঠেছে কোটি প্রাণের মিছিল সমস্বরে এই এই প্রান্তরে l 

সকল প্রাণের একই দাবী; একই ভাষার একটি দেশ বাংলাদেশ l 

জুলুম কিংবা রক্তচক্ষু হুকুমের তাবেদারী আর নয় ! 

মানুষ জাগলো, , মাটি জাগলো, নদী জাগলো, ফুল পাখি জাগলো 

আকাশ বাতাস কাঁপিয়ে জেগে উঠলো কোটি প্রাণ একই সাথে l 

ঐতো সামনেই দেখা যায় একটি লাল সবুজের পতাকা; 

একটি ঐতিহাসিক ভাষণ; প্রেরণার উজ্জ্বল তারকাগুলো যেন 

ক্রমশই আরো উজ্জ্বলতর হয়ে বুকের ভেতর সাহসের আলো জ্বালিয়ে দিলো l 

যার যা কিছু ছিল তাই নিয়ে এবার সবাই এগিয়ে এলো সামনে 

একটি ভয়াবহ বহিঃশত্রু মোকাবেলার জীবনপণ যুদ্ধ l 

তিরিশ লক্ষ জীবন, লক্ষ মা বোনের ত্যাগের মহান ইতিহাস 

অবশে একটি গোলাপ ও মায়ের মুখের হাসি; 

স্বাধীনতা ও একটি সোনালী রৌদ্রৌজ্জ্বল সোনালী বাংলাদেশ l 

********************************************************************

০১ ডিসেম্বর ২০২০

ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment