Tuesday, December 29, 2020

“ একুশের স্বপ্ন-একুশের আলো”

“একুশের স্বপ্ন একুশের আলো” মিজানুর ভূইয়াঁ উঁকি দিয়ে বলে গেলো ফিকে এক চাঁদ দুই হাজার বিশ ছিলো মানুষ মারার ফাঁদ l আর মাত্র দুইদিন বাকি একটু সবুর করো শূন্য যাবে বিদায় হয়ে; একুশ জ্বালবে আলোর প্রহর l শুভ্র চাঁদের নিচেই দেখি নীল আলোর আভা স্বপ্ন জেগে উঠলো মনে নতুন আশার প্রভা l বঞ্চনা আর দুঃখ যাতনা ছিল যতো এই মনে নীল চাঁদের নীল আলোয় ভেসে গেলো নির্বাসনে l বিশ বিশের বিষাক্ত ছোবলে জীবন হলো বীষময় লক্ষ জীবননাশের পরও আজও অপ্রতিরুদ্ধ গতিময়; ধ্বংস লীলায় উন্মাদ খেলায় পৃথিবী আজ স্মশান প্রায় l হতাশার চাদরে যতই ঢাকুক মানুষের বাঁচার আশার আলো আর মাত্র দুইদিন বাকি; আশার আলোয় একুশ এসে গেলো l একুশ যেমন জ্বেলেছিলো বাংলা ভাষার আলোক প্রদীপ-শিখা দুই হাজার একুশও তেমনি এনে দিবে নতুন আলোর দিশা l মানুষ ছিলো , মানুষ থাকবে; চির উন্নত করে নিজের শির অপশক্তি হেরে যাবে; পৃথিবীতে মানুষই শুধু অপরাজিত বীর ll *********************************************** ২৯ ডিসেম্বর ২০২০ ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment