Thursday, March 11, 2021

"এইসব দিনরাত্রি"

 "এইসব দিনরাত্রি" 

----মিজানুর ভূইয়াঁ 


আজকাল আর আগের মতো

সারা রাতভর নিঃচুপ ঘুম হয়না l 

কখনো মাঝ রাত, আবার

কখনোবা ভোর হওয়ার আগেই l 

চোখের পাতা দুটো খুলে যায়

অপরিসীম ক্লান্তিভরা দেহ ও চোখ l 

তবুও মনে সকালের সূর্যকে ভেবে

আনন্দে পুলোকিত হওয়ার চেষ্টা l 

মুহূর্তেই এসে ভীড় করে 

মনের চারিপাশে হাজার বঞ্চনা ও কষ্ট l 

আঁকড়ে ধরে এই মনের চারিপাশে

পৃথিবীর অসংখ্য যন্ত্রণা আর কান্নার ছবি l 

ভেসে আসে অঝোর ধারায়

ভোরের পাখিদের মধুর সুর ভেসে আসে l 

মন সরাতে চাই সেদিকে 

আবার মূহ্র্তেই ঘুরে যায় সেই শুন্যতায় l 

ভারী হয়ে উঠে মনের আকাশ 

অস্পৃশ্য কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ l 

অকারণে কতো হারানোর ব্যাথা

জীবন নিয়তির নামে জীবন দেয়া নেয়ার খেলা l 

এখানে সেখানে ক্লান্ত অবসন্ন ভুভুক্ষ প্রাণ 

আশ্রয়হীন বৃক্ষ কিংবা সড়ক সেতুর নিচে নিদ্রা চেষ্টা l 

অঝোর বর্ষণ ধারা কিংবা শীত গ্রীষ্ম

মাড়িয়ে যায় এই দেহ; ভিজিয়ে শ্রান্ত শীতার্থ ও তাপদগ্ধ l 

চারিদিকে মৃত্যু প্রকোপ আগ্রাসী 

করিছে তাড়া ভীতি সর্বনাশী মরণ ব্যাধির তান্ডব খেলা l 

বানিয়েছে কে পৃথিবীর এমন রীতি-নীতি

সুখ আনন্দের চেয়ে অনেক বেশী দুঃখ ও ভয়ভীতি l 

জীবন সড়কের চলার পথে এ কোন নিয়তি 

শুধুই এদিক সেদিক যাওয়া-আসা আর স্রোতে ভাসা l 

অদৃশ্য নিয়তির মনগড়া এমনই খেলার শিকার পৃথিবী 

জীবনের এই সব কেবলই শুধু দিনরাত্রি l 


১১ই মার্চ ২০২১ 

ভার্জিনিয়া, ইউ এস এ 

No comments:

Post a Comment