Sunday, August 22, 2021

“স্মৃতির বালুচর- মায়ামী বীচ”

 Visiting our old memories in Miami Beach, where we came first in US….


ফিরে দেখা:-

“স্মৃতির বালুচর- মায়ামী বীচ”

স্মৃতির বালুচরে এসেছি ফিরে আবার 

চব্বিশ বছর পর l

সেদিনও এইখানে এসে দাঁড়িয়ে ছিলাম 

ছোট্র শিশু বালিকাকে নিয়ে l

স্বদেশ ছেড়ে এই প্রথম এসেছিলেম 

এই দূর প্রবাসে l

মনের সকল আবেগটুকু আজ ছড়িয়ে দিলাম 

ঐ সুদূর নীল আকাশে;

মন গগনে উড়ে বেড়ায় আনন্দ রংধনু হয়ে l

সমুদ্র ঢেউয়েও আসে ভেসে আনন্দ কৌতূহলে 

ছোট্র সেই কন্যাটি আজ অনেক বড় হয়েছে;

স্মৃতির আবেগে কিছুটা জড়সড় l

এমনি ইচ্ছে মনে জেগেছিল আগেও বহুবার

এসে খুলবো পুরোনো স্মৃতির দুয়ার 

হয়ে উঠেনি তা অনেক চেষ্টার পর l

আজও যখন চব্বিশ বছর পর এলেম সেথায় 

সেই দালান ঘর সেখানেই আছে দাঁড়িয়ে l

বন্ধু ওমর ফারুক ঠাঁই দিয়েছিলো সেদিন 

তার নিজ আবাসনে l

সেই থেকেই শুরু হয় জীবন; এই রঙিন স্বপ্নের দেশে l

আজও সেই মধুময় স্মৃতি জমে আছে এই বুকের ভেতর 

এলেম তাই কুড়িয়ে নিতে চব্বিশ বছর পর l

স্মৃতির পটে দাঁড়িয়ে আছে মায়ামী সমুদ্র সৈকত 

মন ভরে হেঁটেছি আজ কান্তিবিহীন সেই পথ lll

২১ অগাস্ট ২০২১ 

মায়ামী, ফ্লোরিডা



No comments:

Post a Comment