Tuesday, August 25, 2020

"অন্যরকম পাওয়া"



 "অন্যরকম পাওয়া" 

মিজানুর ভূইয়াঁ 

সব সময়ই তুমি দূরে দূরে ছিলে 

কারণ দূরে থাকতেই তুমি ভালোবাসতে l  

দূরে থেকেই সব কিছু দেখে তুমি শান্তি পেতে 

ভালোবাসো সে কথাটিও মনের ভেতরই রেখে দিলে l 

নিজ মনের ভেতরই সাজিয়েছ ভাবনার বাগান 

তুমি সেখানেই একাকী বিচরণ করেই শান্তি পাও l  

নিজেই গান করো, কবিতা পড়; নিজ আনন্দে 

আপন ভূবনে নেচে নেচে আনন্দ করে বেড়াও l 

মন চায়তো আকাশের দিকে তাকাও আবার মন চায়তো 

সমুদ্র তীরে বসে সীমাহীন জলরাশির দিকে 

একদৃষ্টিতে তাকিয়ে নিজেই একা ভেলায় চড়ে 

জলতরঙ্গে ভেসে ভেসে বেড়াও; কি অদ্ভুত তাই না !

তুমি নিজের মনের রাজ্যে নিজেই রাজা-প্রজা 

তোমাকে কারোর কাছেই কোনো ধারধারী হতে হয়না l  

নিজের মনের ভেতর লুকিয়ে থাকা কষ্টগুলোকে 

তুমি মুক্ত হাওয়াতে উড়িয়ে দিয়ে স্বস্তির নিঃস্বাশ নাও l  

বাহ্ কি চমৎকার পারঙ্গম ক্ষমতা তোমার; 

নিজের উপর এতো চমৎকার নিয়ন্ত্রণ 

খুব কম লোকই তা করতে পারে; 

যা তুমি বেশ ভালই সামলে নিতে পারছো l 

ঐ আকাশ পাহাড় আর বহমান নদীকে দেখেই তোমার তৃপ্তি 

 এদেরকে কাছে না পাওয়ার জন্য তোমার মনে একটুও কষ্ট নেই l  

 সব কিছুতেই তুমি শুধু দেখে দেখে তৃপ্ত; ছুঁয়ে দেখতে চাওনা l 

 ফুলকে তুমি অনেক ভালোবাসো; প্রতিনিয়তই ফুলের পাশ ঘেঁষে 

 হেটে যেতেই তোমার সকল আনন্দ; স্পর্শ করে দেখতে নয় l 

সুন্দরকে দূর থেকে দেখেই মনের ভেতর যে সতেজ আনন্দকে 

সুদীর্ঘ সময় ধরে তার অস্তিত্বকে মনে লালন করা যায়; 

তাকে ছুঁইয়ে দিলেই সেই অশেষ অনুভূতিটুকু মলিন হয়ে যায় l   

আর ঠিক তখনই সেই ভাবনার সুখময় আবেশটুকু 

মন থেকে কোথায় যেন হারিয়ে যায়; আর তাই 

তুমি "অন্যরকম পাওয়া" নিয়েই থাকতে চাও l 

******************************************

ভার্জিনিয়া ইউ এস এ 

২৫ অগাস্ট ২০২০ 


No comments:

Post a Comment