Tuesday, August 4, 2020

সুখের চারা”

“সুখের চারা”
মিজানুর ভূইয়াঁ

কষ্টগুলো সব নষ্ট হয়ে যাক
সুখের ছোঁয়া লেগে l
সুখগুলোকে একপলকে খুঁজে নাও
নিজের মনেই তা আছে l
কষ্টটুকু আঁধার যেমন
সুখ হলো যেমন আলোর প্রহর l
কষ্ট হলো কাঁটার আঘাত
সুখ ফুলের সজীব সতেজ শোভা l
কষ্ট বৃক্ষ না লাগিয়ে
মনের ভিতর চাষো সুখের চারা l
সুখবৃক্ষ বেড়ে উঠলে
দুঃখ ভেগে যাবে খেয়ে ভীষণ তাড়া l
যতোই কস্ট আসুক ধেয়ে
লাগবেনা তার কোনো ছোঁয়া তোমার গায়ে l
****************************
৩রা অগাস্ট ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ

সময় ৭ মিঃ ৩৬ সেঃ

No comments:

Post a Comment