Saturday, July 11, 2020

দুরাচারীর দুঃস্কর্ম


দুরাচারীর দুঃস্কর্ম
মিজানুর ভূইয়াঁ

 কষ্ট কাকে বলে বুঝো; ছোট কষ্ট, বড় কস্ট 
 তোমার নিজের কাছে কস্ট যেমন বেদনাদায়ক,
সেই কস্ট অন্যের কাছেও তেমনি একই রকম বেদনাদায়ক l
তোমরা যা নিজেও কখনোই ইচ্ছে এবং অনিচ্ছেতেও নিতে চাইবেনা
আর তোমরা কিভাবে সেটা অন্যের জীবনে কামনা করছো l
তোমরা কিভাবে এমন নির্দয় নির্মম হতে পারো;
আর সেটা কিভাবে তোমরা অন্যের বেলায় বুঝোনা
নিজের বেলায় ঠিকইতো খুব ভালোই বুঝো l
সারা পৃথিবী জুড়ে সমগ্র মানুষের উপর
যতোটুকু কষ্টের বোঝা তোমরা চাপিয়ে দিয়েছো;
সেই সকল কষ্টগুলোকে একত্রিত করে তোমাদের উপর
চাপিয়ে দেয়া যেতো, তবেই তোমরা বুঝতে
এর ভয়াবহতা কতো ব্যাপক এবং বিষন্নতায় ভরা l
তোমাদের খেয়ালী মনের সৃষ্ট এই নির্মম পাষণ্ডতার
মাসুল দিচ্ছে তাবৎ পৃথিবীর সকল শ্রেণীর মানুষেরা l
কেউ হারাচ্ছে স্বজন, কেউ নিজে ধুঁকেধুঁকে মরছে
কেউ হারাচ্ছে তার রুটি রোজগারের সংস্থান, কেউ হারাচ্ছে
আজীবন তিলে তিলে গড়ে তোলা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান l
হারিয়ে যাচ্ছে হাজার বছরের লালিত সমাজ, সংস্কৃতি
কৃষ্টি, ধর্মীয় আচার আয়োজন, বেঁচে থাকার আত্নবিশ্বাস l
তোমরা জীবনের সকল স্বাভাবিকতাকে
এতোই  ভীবৎস আতঙ্কগ্রস্ত করেছো যে, আজকাল
প্রিয় মানুষগুলো যখন রোগে শোকে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে
সেই মুহূর্তে কেউ একটু কাছে যেতে পর্যন্ত সাহস পাচ্ছেনা l
তোমাদের লোভাতুর মন তোমাদিগকে এতোই দুর্দান্ত
পাষণ্ড বানিয়েছে, পৃথিবীর আর সকল কিছুকেই নস্যি ভাবছো তোমরা l
তোমাদের দুরাচারী দুঃষ্কর্ম আজ পৃথিবীর হাজার বছরের
গড়ে উঠা সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি চরম
ধ্বংস লীলার দিকে ঠেলে দিতেও দ্বীধাবোধ করছেনা l  
তোমরা ভুলেগেছো; দুরাচারের দুঃস্কর্মের সময়-কাল বেশি দূর এগোয়না l
পৃথিবীর ইতিহাস থেকে তোমাদের তা জেনে নেয়া প্রয়োজন l
মানুষ সত্য, সৎ কর্ম সত্য, ধর্ম সত্য, সমাজ সত্য, সংস্কৃতি সত্য
সুসম্পর্কের বন্ধন সত্য, প্রেম-প্রীতি সত্য, দয়া-মায়া সত্য,
সূর্য্য চাঁদের আলো যেমন অতি স্বচ্ছ সত্য
তেমনি পৃথিবীর সকল মানুষের বেঁচে থাকার অধিকারও চির সত্য l
শুধু দুরাচারের দুঃস্কর্ম সব সময়ই যা অন্ধকারে ঢেকে থাকে
তা আজীবন অসত্যই রয়ে যাবে এবং এর পতন অনিবার্য l

ভার্জিনিয়া ইউ এস এ
১১ই জুলাই ২০২০

No comments:

Post a Comment