Tuesday, July 7, 2020

"খেয়ালী মানুষ"

"খেয়ালী মানুষ"
 মিজানুর ভূইয়াঁ

 তোমার হাত ও পা দুইটি খোলা আছে
 কে তোমাকে বারণ করেছে, যেখানে খুশি সেখানে যাও l
 যতো পারো দুই চরণের নিচে সব মাড়িয়ে যাও l
 হাতে যা কিছু নাগাল পাও সব কিছুই ছুঁয়ে যাও l
ভেঙেচুরে সব কিছু তসনস করে দাও l
 তোমার মুখে কোনো তালা নেই, যা পারো বলে যাও l 
 দুটি আঁখি খোলাইতো, ভালো মন্ধ সব দেখে যাও l 
ভালোর চেয়ে মন্দটাকেই বেশি বুঝে যাও l
দুই কান খোলা আছে সব কিছুই শুনে যাও l
ভালোর চেয়ে খারাপ কথাগুলোই বেশি শুনে ও বলে যাও l
মাথায় যতো বুদ্ধি আছে, ভালোর চেয়ে খারাপটুকুই দিয়ে যাও l
ভালোবাসার নামে প্রতারণা যতো পারো করে যাও l
নিজেরটুকু বেশী বুঝে অপরকে ঠকিয়ে যাও l
নিজ স্বার্থ হাসিলে অপরকে ভুল বুঝিয়ে স্বার্থটুকু হাসিল করে নাও l
সত্যকে চেপে রেখে মিথ্যে যা আছে বলে যাও l
 ইচ্ছে ঘোড়ার পিঠে চড়ে আছো, যেখানে পারো চলে যাও l 
 শখের চাবুক তোমার হাতে ধরা, যতো পারো মার্ কষে ঘাঁ l
 তোমার দুই বাহুতে দুইটি ডানা সেটে যেখানে পারো উড়ে যাও l
 মনের ঘরে যতো ইচ্ছে বানর সব খায়েস পুরিয়ে যাও l
 ভালো মন্দ কুটিলতা জটিলতা যা খুশি তা করে যাও l
 দুই আঙুলের ফাঁকে চিপে ফড়িংগুলো মেরে যাও l
 মনের ভেতর যতো কুৎসিত ঘৃণা আছে উজাড় করে দিয়ে যাও l
 সোজা এবং বাঁকা পথ সবগুলোই হেটে যাও l
 সোজা পথে কম হেটে বাঁকা পথটুকুই বেশি হেটে যাও l
মনের ভেতর আলো আছে যা অন্ধকারে ঢেকে দাও l
পাপ পুণ্য শুধু মুখে বলো, পাপাচার বেশি করে করে যাও l 
সুখ ও শান্তির কথা মুখে শুধু বলো, অশান্তির প্রদীপ জ্বেলে দাও l
সততার কথা শুধু মুখে বলো,  অসততার সীমা পেরিয়ে যাও l 
ইবাদত বন্দেগী লোক দেখানো মাত্ৰ, অপরাধ সব করে যাও l
সম্পর্কের নামে শুধু সম্পর্কের জোড়াতালি দিয়ে যাও l
বৃক্ষের শিকড়ে পানি না ঢেলে, উপর থেকে ডাল পালায় ঢেলে যাও l
মনে যত কষ্ট ও যন্তনা আছে, অন্যের ঘাড়ের উপর তা চেপে দাও l
নিজের অপরাধ যতো আছে অন্যের কাঁধে ঢেলে যাও l
অপরকে দুঃখ দিয়ে নিজে শুধু হেসে যাও l
নিজের কিছু না থাকুক,  অন্যেরটুকু কেড়ে খাও l
এভাবেই জীবনের সব কটি দিন কাটিয়ে দাও l
মরণের সময় একাকী, পাশে কেউ নেই; শুধু হায় হায় করে যাও l

৭ই জুলাই ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment