Friday, June 19, 2020

নিজের তীরে নিজেই বধ”

“নিজের তীরে নিজেই বধ”
মিজানুর ভূইয়াঁ

নিজের সুখ নিজের আয়েশ
যখনই আমি ভাবলাম l
চোখ বুঝেই তখন আমি
বিদেশ পানে ছুটলাম l
এতোটুকুও আসেনি এই মনে
কি ফেলে যাচ্ছি পিছন l
জন্মভূমি, মা বাবা ও আত্মীয়স্বজন
যারা ছিল সবচেয়ে আপন l
নিজ মনে অন্ধ হয়ে ছুটছি শুধু
পাগলা ঘোড়ায় উঠে l
কি পেয়েছি আর কি হারিয়েছি
হিসাব দেখিনি কষে l
আনকোড়া স্বপ্নঘেরা মোহভরা জীবন
বাড়ছে যখন শুধু বয়স l
ফেলে আসা আসল জীবনের স্মৃতিগুলো
করছে আমায় শুধুই উপহাস l
আপন মোহে মত্ত হয়ে ছুটছে কেবল
উর্দ্ধশ্বাসে এই জীবন l
বঞ্চনার সকল কষ্ট বুকে লালন করে
লাভ কি হলো তেমন l
রোগে শোকে জরা মৃত্তুতে কেউ নেই
কারো পাশে l
দূরদেশে বসেই কাটে হায় হুতাশ করে
দুঃখ মনে পুষে l
দেশ হারিয়ে খেশ হারিয়ে অন্ধ স্বার্থজীবন
আপন মানুষ সব চলে গেলো l
আমার ভুবনে শুধু আমিই রইলাম একা
বিবেকের কাছে নয়কি আমরা বোকা l
এক বাসার কাক এখন সাত বাসাতে
চিৎকার করে, করছে শুধু কা কা l
রঙ্গিন স্বপ্নে স্বার্থপর জীবন সব হারিয়ে
অন্ধকারে রয় শুধুই ফাঁকা l
নিজের তীরে নিজেই হচ্ছি আমরা বধ
কে নিবে তার প্রতিশোধ l

ভার্জিনিয়া ইউ এস এ
১৯শে জুন ২০২০







No comments:

Post a Comment