Sunday, June 14, 2020

"প্রকৃতি ও সুখ"

"প্রকৃতি ও সুখ"  
মিজানুর ভূইয়াঁ


প্রকৃতির অপরূপ সুন্দর্যময়  লীলা
কি আছে এমন আর ধরা তুমি উজালা l
ভালো লাগে সকালের সূর্য
আলোক কিরণ ধারায় বাড়ায় ঐশর্য l
ভালো লাগে পূর্ণিমার চাঁদ
সুন্দর হাসি তার করে ঝলমনে রাত l
ভালো লাগে জোনাকির আলো
উড়ে বেড়ায় দেখতে লাগে ভালো l
ভালো লাগে ঐ নীল আকাশ
তারই নিচে নেই বুকভরে শ্বাস l
ভালো লাগে সবুজ বৃক্ষলতা
কতো রংবেরঙের বাহারি পাতা l
ভালো লাগে ঐ উঁচু পাহাড়
তারই মতো হতে চায় মন উদার l
ভালো লাগে পাহাড়ের উঁচুনীচু ঢাল
হেটে হেটে কেটে যায় ক্লান্ত বিকেল l
ভালো লাগে বয়ে চলা নদী
সুদূর অজানায় ছুটে চলে নিরবধি l
ভালো লাগে নদী বালুচর
আনমনে খেলা করে কেটে যেতো দিনভর l
ভালো লাগে নানা রঙের পাখি
সকাল সাঝে করে শুধু ডাকাডাকি l
ভালো লাগে নানান রঙের  ফুল
নয়নাভিরাম সুখ কি আছে তার তুল l
ভালো লাগে বসন্তের  হাওয়া
দেহ মনে সুখের পরশ ছুঁইয়ে যাওয়া l
ভালো লাগে মনমাঝির গান
উদার উদাস মন জুড়ায় সারা প্রাণ l
ভালো লাগে সরল সহজ মন
হতে পারে আজীবন বন্ধু আপন l
ভালো লাগে পল্লী মায়ের স্নিগ্দ মায়া
এতেই আছে হৃদয় জুড়ানো শান্তির ছায়া l
ভালো লাগে হেটে চলা মেঠো পথ
হাত ধরে পথ চলা কতো মজা চাঁদনী রাত l
ভালো লাগে উদার সুন্দর প্রকৃতি
হতো যদি বয়ে চলা জীবনের নিত্য সাথী l 
জীবন হতো তখন কতো সুখময়
প্রকৃতিই একমাত্র পরম বন্ধু আর কেহ নয় l

************************
১৫ই জুন ২০২০
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment