Wednesday, May 29, 2013

" অকৃপণ চাদ" (The Graceful Moon)







                   " অকৃপণ চাদ "
লক্ষ তাঁরার আকাশেতে জোতির্ময় চাঁদের বসবাস,
একটি তাঁরা ছুটে গেলে- কি, হবে চাঁদের সর্বনাশ?
পূর্নিমার চাঁদ অহর্নিশি, ছড়ায় আলো ভুবন ভরি,
তাই বলে কি! কখনো চাঁদের আলো কমেছে কি ?
চাঁদেই আছে চাঁদের বাহার, লক্ষ তাঁরার সমাহার,
বক্ষে আছে, লক্ষ যোজন, আলো তাঁরার মিলনহার
আকাশ ভরা চাদের হাসি, লুটায় ভূবন আলোর রাশি,
 রাখাল দূরে বজায় বাসী, তাই অপরূপে সাজলো শশী
নদীর জলে উঠলো জোয়ার, লাগলো উতাল ঢেউয়ের মাতম
ভাসলো তরী, হাসলো পরি, উড়ল মেলে ডানা খুলি।    

মিজানুর ভুইয়ান
ভার্জিনিয়া-ইউ এস
মার্চ ১৪ ২০১৩

Tuesday, May 28, 2013

"থামাও তোমার মৃত্যু হুলি খেলা"

    "থামাও তোমার মৃত্যু হুলি খেলা"

বাংলাদেশ! যখন তোমার সন্তানদেরকে,
সকল উন্নয়নের দার খুলে দেবার কথা! যখন তুমি তোমার নাগরিকদের,
একটি নতুন স্বপ্নের পৃথিবী
নির্মানের প্রতিশ্রুতি দেবার কথা!
যখন তুমি মানুষের জীবন ব্যস্তায় আধুনিক এবং
সুনিয়ন্ত্রিত নিরাপদ ব্যবস্তা দেবার কথা!
যখন সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়ত,
তোমার মেধাবী সন্তানেরা সমস্ত সম্ভবনার দার একটার পর একটা অতিক্রম করছে এবং
তোমার মুখ উজ্জল করছে। আর তখন তুমি? বারং বার উপহার দিচ্ছো,
অজস্র লাশ আর লাশ!!!
প্রতিনিয়ত মৃত্যু আর মৃত্যু
একি বিভীষিকাময় তান্ডব তোমার অহর্নিশি
ওহ! কি বিভষ এই দৃশ্য!!
প্রতিদিন অজস্র জীবন অকালে বিপন্ন হচ্ছে। নিরাপত্তাহীন কর্মস্থল, আবাসন, রাস্থা ঘাট এবং
সর্বত্রই মৃত্যুদুথ চারপাশে প্রতিনিয়ত ঘুরছে। আজ সাধারণ মানুষের, একটি স্বাভাবিক মৃত্যুর,
কোনো নিশ্চয়তা পর্যন্ত নেই!
দেখে মনে হচ্ছে, সমগ্র দেশ আজ একটি
সাঙ্গাতিক মৃত্যু-উপত্যকায় পরিনত হয়েছে।
বাংলাদেশ! একি তোমার মহা বিভষ রূপ?
এইকি তবে ছিল স্বাধীনতার মর্মকথা????এদেশ আর কোনো অস্বাভাবিক মৃত্যুকে চায়না?
 তুমি এবার থামাও তোমার সর্বগ্রাসীতা। থামাও তোমার মৃত্যু হুলি খেলা ---থামাও
থামাও------থামাও---থামাও---থামাও

মিজানুর ভুইয়ান 
এপ্রিল ২৪ ২০১৩
ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেটস

"জিঞ্জির খানা" (Imprisonment)

  "জিঞ্জির খানা" (Imprisonment)  

তোমার জীবনের একমাত্র স্বপ্নই বুজি 
আজ হয়েগেছে, মেশিনের সাথে কথা বলা।
আর তাই মেশিনের সাথে দীর্ঘ  সহঅবস্থানে
জীবন আজ তোমার,
আরেকটি মেশিনে পরিনত হয়েছে
আর তাই প্রতিদিন ভোর বেলায়
সূর্য্য উকি দেওয়ার আগেই,
যন্ত্র-সঙ্গ তোমার অত্যাবশ্যকীয় বলেই-
নিরন্তর ছুটে চলা, আর
মেশিনের সাথে অহর্নিশি  কথা বলা
তোমার জীবনের চাকা আজ মেশিনের
 চাকার সাথে আষ্টে পিষ্টে বেধে গেছে।
আর তাই মেশিনের চাকা না গুরলে,
জীবনের চাকা একেবারেই বন্ধ হয়ে যায়
অতি ভোর-প্রত্যুষে যখন তোমার
গৃহ প্রস্থান ঘটে,
তখনও সন্তানেরা নিবিড় গুমে আচ্ছন্য
তাই নিজ সন্তানের মায়া কি
তা জানার আগেই মেশিনের সাথে 
তোমার প্রচন্ড ভালবাসা গড়ে উঠেছে।
যদিও তোমার এই মেশিন প্রীতি স্ব-ইচ্ছায়
ঘটেনি, কারণ তুমি আজ নিতান্তই
পরিস্থিতির স্বীকার!
 তোমার ঘামে ভেজা মজুরি বাচিয়েই 
তাদের রাজপ্রাসাদ  বিলাসিতা 
রক্ষাই আজ তোমার জীবিকার বিকল্প। 
সেখানে তুমি আজ নিতান্তই মনিবের 
ইচ্ছের পুতুল!!
দিনভর অক্লান্ত পরিশ্রমের পরও তোমার 
সুর্য্যের  সতেজ বায়ুর  দেখা মেলেনা,
কারণ তুমি জিঞ্জিরে অবরুদ্য
তোমার প্রতি প্রভূদের বিন্দুমাত্র আস্থা নেই!
কারণ তুমি মদ্দান্য বিরতিতে বাইরে যাওয়ার সুযোগে
হয়তো কিছু একটা শরীরে গুজিয়ে তুলে নিতে পারো
আর এই অজুহাতে তোমাকে "লকাপেইসব সেরে নিতে হয়
যন্ত্রের সাথে তোমার সখ্যতা ছিলো বটে,
কিন্তু  সেদিন  তোমার যাওয়ার মোটেও ইচ্ছে ছিলনা
তবুও মনিবের প্রচন্ড চাপে এবং কর্ম খোয়াবার ভয়ে
নিশ্চিত মৃত্যু ঝুকি জেনেও তুমি
মৃত্যুকে আলিঙ্গন করেছো;
তুমি মেশিন একই ছাদ চাপায় পৃষ্ট
তোমার হয়তো সন্তান-পরিজনদের প্রতি  
ভালবাসা প্রকাশ করার সুযোগ হয়ে উঠেনী।
কিন্তু আজ তারাই তোমাকে হারানোর বেদনায়
শোকে শোকে পাথর বনে গেছে
-------মিজানুর ভুইয়ান
        এপ্রিল ২৬ ২০১৩
        ভার্জিনিয়া-ইউ এস