Saturday, August 8, 2015

"এরাও মানুষ"


"এরাও মানুষ"
মিজানুর ভূঁইয়া


শুনুন ভাই বোনেরা শুনুন
একটুখানি চোখ মেলে দেখুন।
মোদের নিজের ঘরে সুখে ভরা
ভাগ্য বঞ্চিতদের জীবন পুড়ে দাহন।
নিজসন্তানের সুখ স্বপ্নে করি কতো যতন 
পাড়াপড়শীর্ বেলায় মোদের হয়না অবচেতন।
আমরা যারা বিদেশ বিভূঁইয়ে
থাকি সুখ স্বর্গের মাঝে।
পারিনা কি একটুখানি আসতে
এই অনাথ শিশুদের পাশে ।
দারিদ্রতা নয় ভাগ্য লেখা
রাজনীতি আর সমাজ কাঠামোর সৃষ্টি।
তাইতো বিবেকের চোখ খুলতে হবে
রাখতে হবে হতভাগা মানুষদের প্রতি দৃষ্টি।
আমরা বিলাসিতা, চাকচিক্য আর
নিজ আনন্দের করি কতো আয়োজন।
নিজ দেশ ও মানুষের কথা
আমাদের একটু হলেও ভাবা প্রয়োজন। 
বাতির নিচে অন্ধকার রেখে
যদি ছড়াই চারিদিকে নিয়ঁন আলো
সেই কালোই  লজ্জা দিবে
করবেনা কারোর জীবনই তেমন ভালো ।
একই স্রষ্টার সৃষ্টি সবাই
লক্ষ্য যেনো হয় আমাদের মহৎ কর্ম।
মসজিদ গীর্জা মন্দির সেবার
পাশাপাশি মানবতাবাদই হলো আসল ধর্ম।
=====================
ভার্জিনিয়া ইউ এস
০৮ অগাস্ট ২০১৫
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment