Friday, August 21, 2015

"ভ্রষ্টতায় নষ্ট জীবন"

"ভ্রষ্টতায় নষ্ট জীবন"
মিজানুর ভূঁইয়া


পাপকে তুমি আপন ভাবো
শান্তিতে করো ভ্রান্তি ।
কেমন করে আসবে বলো
তোমার জীবনে সুখ ও প্রশান্তি।
ব্যাগ্রের মত উগ্রতায়
সন্ত্রস্ত করে, শান্তির আশা হয় হরণ।
সুস্হ্য চিন্তা ধারার মানুষেরা
এই অসুস্হ্য কর্ম করেনা বরণ।
সুখের গায়ে আগুন দিয়ে
দাও শান্তি বিসর্জন।
এমন কর্মে কি করে বলো
মানুষ হবে তোমার আপনজন।
উষ্ণ মাথায় শুষ্ক বুদ্ধি
লাগেনা তা আসল কাজে।
শান্ত মাথায় পাকা বুদ্ধি
সকল কর্মে শান্তি নিয়ে আসে।
শান্তি থাকে মনের ভিতর
মিলবে তাহা করলে কদর।
মনকে করে রাখলে পাথর
মিলবেনা কোন সোহাগ আদর।
আকাশ পানে চেয়ে দেখো
ঐ নীল আকাশটা কতো বিশাল।
মনের ভেতর তেমনি আছে
একটি হৃদয় আকাশ বিশাল।
বাচবে শুধু একটি জীবন
কেনোই-বা জটিলতা আর দ্বিধা দ্বন্ধ
ভাবতে শিখো সবাই তোমার আপন বন্ধু।
===================
২১ অগাস্ট ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment