Tuesday, August 11, 2015

"যৌবন মধ্য বয়সের প্লাবন"

"যৌবন মধ্য বয়সের প্লাবন"
মিজানুর ভূঁইয়া

যৌবন টল-টলায়মান বহমান নদী
চলে উত্তাল তরঙ্গ নিয়ে
উদ্দাম গতি তার, ভেঙ্গে চুরে
নিয়ে যায় সামনে যা কিছু পায়।
মানেনা কোনো বাধা
চলে তার আপন বেগে যতোদূর যায়।
সেই দুর্দান্ত শ্রোতধারাও
একদিন হারায় তার সেই গতি
নিঃস্তেজ হয়ে যায় কিছু দূর গিয়ে।
বনে যায় অবশেষে শ্রোতহীন মরা নদী।
থাকেনা তার কোনো উত্তাপ
থাকেনা রিমিঝিমি উথাল পাতাল করা
প্রাণরসে ভরা জলতরঙ্গের খেলা।
তেমনি যৌবনও আসে একদা
জীবনে দোলা দিয়ে যায় অপরুপ শিহরণে।
হাটিয়ে নিয়ে যায়
নানা রঙের পুস্প কাননের মধ্যে দিয়ে।
রঙিন স্বপ্নে বিভোর খানিক
তারপর বেলাশেষে অবলীলায়
হেটে চলে যায় বাগানের ওপর প্রান্তে,
যেখানে অবসান সকল সৌরভ ও মাধুর্যের।
====================
 ১১ অগাস্ট ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment