Saturday, August 8, 2015

"অশুভ প্রেতাত্না"

নীলয়ের স্বরণে*****

"অশুভ প্রেতাত্না"
মিজানুর ভূঁইয়া



নরপশুরা সত্য ও সুন্দরকে ভয় পায়
তাই বার বার সত্যকে করে হত্যা । 
ওরা পৃথিবীকে আবর্জনাময় বানাতে চায়
তাই ছিড়ে ফেলে বাগানের ফুলগুলো ।
ওরা অন্ধকারকে ভালবাসে
তাই দিনের আলোটুকুকে ঢেকে দিতে চায় ।
ওরা সামনে আসতে ভয় পায়
তাই নিবৃতে নিজের মুখ লুকিয়ে রাখে ।
ওরা সভ্যতা ও সুন্দরতম সৃষ্টিকে হিংসা করে
তাই অন্ধকারে ধ্বংশ লীলায় থাকে নিমগ্ন ।
ওরা মানবীয় আত্না করেনা ধারণ
তাই মানব শান্তিকে করছে হরণ ।
ওদের নাই কোনো চিন্তাশক্তি ও মেধা
তাই সৃষ্টিশীলতায় তাদের এতো দ্বীধা ।
ওদের নাই ধর্ম বর্ণ জাত কিংবা গোত্র
ওরা মানবতার শত্রু, শয়তানের পুত্র ।
ওরা হিংশ্র, ওরা মায়া দয়াহীন দানব
ওরা আসে অন্ধকারে নিধন করিতে মানব ।
ওদের মানবীয় চিন্তা শক্তি বিকল ও বিকৃত
ওরা যুগে যুগে শান্তিপ্রিয় মানুষের কাছে রয়ে যাবে ধিকৃত ।
----------------------------------------
অগাস্ট ০৮ ২০১৫

No comments:

Post a Comment