Saturday, August 15, 2015

"মাটির জীবন-মাটিই রবে সত্য"

"মাটির জীবন-মাটিই রবে সত্য"
মিজানুর ভূঁইয়া



 মাটির দেহ মাটির মানুষ
 মাটির উপর করে বসবাস ।
 মাটির উপর রান্না খাওয়া
 মাটি খুঁদে করে চাষাবাস।
 মাটির মানুষ মাটি খায়
 বৃক্ষ তরু যা কিছু জন্মায়।
 মাটির নিচে খোদাই করে
 তুলে আনে পান করার পানি।
 মাটির নিচে লুকিয়ে আছে
 কয়লা, তৈল, লোহা ও স্বর্ণের খনি ।
 মাটি ছেড়ে মহাশুন্যে দেয় পাড়ি
সেই মাটিতে মানুষ  আবার আসে ফিরে।
 মাটি দিয়ে বানায় বসত বাড়ি
 মাটির উপর রংমহল রঙের ছড়াছড়ি। 
 মাটির মানুষ করে বড়ই বাহাদুরি
 এই দুনিয়া একদিন যাবে সবাই ছাড়ি ।
 সব কিছু  একদিন হবে যাবে মিথ্যে
 মাটিই এই দুনিয়ায় রইবে শুধু টিকে।
বাদবাকি সব সৃষ্টি যতো হয়ে যাবে ফিঁকে।
মাটির মানুষ মাটিতে যাবে একদিন মিশে
 দু'দিনের এই দুনিয়ায় বড়াই তবে কিসে ?
=====================
অগাস্ট ১৫ ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment