Thursday, August 13, 2015

"জনকবিহীন-আলোকহীন জীবন"

জাতীর জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত দিবসে


"জনকবিহীন-আলোকহীন  জীবন"
মিজানুর ভূঁইয়া



পিতা; তোমার স্বপ্নের জানালা
এখন আগের মতো আর স্বপ্ন জাগায়না।
আমি স্বপ্নের সেই জানালাটি
অনেকদিন আগেই বন্ধ করে রেখেছি।
যে জানালায় সোনালী স্বপ্নের কিরণ
তুমি আমাদের ঘরে এনে দিয়েছিলে,
তোমার অবর্তমানে সেই সূর্যটি আজ
তোমার নামে বেনামে বড়ই প্রতারণা করছে।
চল্লিশটি বছর ধরে স্বার্থান্নেশী মহল
এই স্বাধীন ও সার্বভৌম ভুমিটিকে
কুৎসিত অন্ধকার দিয়ে ঢেকে রেখেছে ।
এই ভূমিতে এখন আর সুর্যের
তৃক্ন এবং স্বচ্ছ আলো এসে পৌছায়না ।
তুমি আজও বেচে থাকলে
দেশটি আজ স্বর্গভুমিতে  রুপান্তরিত হতো।
দালাল, লুটেরা, আপোসকামী  আর দুর্নীতিবাজরা
মাথা চাড়া দিয়ে উঠতে পারতোনা,
এদের অবস্থান আজ সমাজের রন্দ্রে রন্দ্রে।
তুমি দেখে যাও হে জাতিরপিতা;
তোমার স্বপ্ন দিয়ে সাজানো এই সোনার বাংলা
আজ দালাল, লুটেরা, মুনাফাখোর, প্রতারক
আর মিথ্যে খোলস পরা ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে।
রক্তের বিনিময়ে বিদেশীদের তাড়িয়েও 
আজ  নিজদেশীয় তাবেদারদের
বিষাক্ত নিঃশ্বাসে তামাম দেশ পুড়ে ছাঁই।
পিতাহীন এই জাতীর সামনে  আজ
কতো সঠক পিতার উদ্ভাবনা ঘটেছে।
একটি স্বাধীন ও মর্যাদাশীল দেশ হিসেবে
এই লজ্জা আমরা কি দিয়ে ঢাকবো!
যেদিন থেকে আমাদের ওই স্বপ্নের জানালা
আমদের সাথে প্রতারণা করা শুরু করেছে,
সেদিন থেকে সেই জানালা আর খোলা হয়নি ।
=======================
১৪ অগাস্ট ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment