Wednesday, April 30, 2014

"বর্ষার দিনে"

"বর্ষার দিনে"
 মিজানুর ভূঁইয়া
 
বৃষ্টি ঝরা এই বিরামহীন বর্ষার মাঝে
মন বসেনা গদবাধা কোনো কাজে।
মন শুধু চায়; থাকি ঘরের দেয়ায় বসে
এক পলকে তাকিয়ে থাকি সঙ্গী নিয়ে পাশে।    
সাজিয়ে নেই ময়ুর পেখম সাজে
দেহখানা ভিজিয়ে নেই বৃষ্টি ধারার মাঝে।
ক্ষণে ক্ষণে চলে যায় মন নস্টালজিয়ার ভিড়ে
এই দেহ-মন ভীষণ আলসেমিতে যায় ভরে।
মন চায় একদম ঘুমিয়ে থাকি নকশী কাথা মুড়ে
এমনিতর হাজার ভাবনা আসে সারা মন জুড়ে।
বৃষ্টিধারার মিষ্টি সুরে মন হারিয়ে যায় ঐ সুদূরে
যেখানে কাটিয়েছি শৈশব মোর মেঘ ও রৌদ্দুরে।
মন চায়: চলে যাই প্রবাসের এই যান্ত্রিকতা ছেড়ে
সেই মোর ছোট গা'য়ে; যেখানে উঠেছি বেড়ে।
সময়ের হাওয়ায় সেসব আজ লেখা রয় স্মৃতি হয়ে   
জীবন নৌকা চলতে চলতে সময় যায় বয়ে
ভিজে বর্ষার ভাবনায় মন নিয়ে যায় অনেক দুরে।
==============================
রচনা: ৩০ এপ্রিল ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক সত্বাধিকার সংরক্ষিত    

No comments:

Post a Comment