Friday, April 18, 2014

বেদনায় সিক্ত প্রতিদিন

বেদনায় সিক্ত প্রতিদিন

মিজানুর ভূঁইয়া  

একটি বেদনার বোঝা
এতো ভারী হতে পারে!
একটি চলে যাওয়া
এতো কষ্টের হতে পারে!
একটি না পাওয়া 
এতো কান্নার হতে পারে!
একটি অনুপস্থিতি
এতো শুন্যতা সৃষ্টি করতে পারে! 
একটি আকস্মিক বিদায়   
এতো হৃদয়বিদারক হতে পারে!
যা এর আগে এতোটুকু বুঝিনী,
তোমায় হারিয়ে আজ যতোটুকু বুঝিতেছি।
আজ আমি ঠিকই বুঝিতেছি মা;
তোমার অনুপস্থিতি সত্যিই অপূরণীয়
আর কোনো কিছুতে যা হয়না পূরণ। 
তোমার অকৃত্তিম আদর শাসন মায়া মমতা
জীবনের প্রতিটি মুহুর্তে অত্যাবশ্বকীয়, এর
আগে তা এতোটা গভীরভাবে টের পাইনি।
আজ তোমায় না পওয়ার সেই অভাব;
যতোটা আমায় পলে পলে গ্রাস করছে
তোমার জীবদ্দশায় তা এতোটুকু বুঝিনি।  
একজন পথিকের ক্লান্ত অবসন্ন দেহ
যেমন খুঁজে বেড়ায় সুশীতল ছায়াতল। 
তেমনি সন্তানের তৃষ্ণার্ত হৃদয়;
খুঁজে বেড়ায় মায়ের আচঁলে ঢাকা প্রশান্তি।
সেই স্বস্হি্ ও প্রশান্তি কোথায় মিলবে এমন! 
আর তাইতো তোমায় খুঁজি ফুলের সৌরভে
হয়তোবা বাগানের হাজারো ফোটা ফুলের
কোনো একটি ফুল হয়ে ফুটে আছো তুমি।
খুঁজি তোমায় পূর্ণিমার চাঁদের আলোর মাঝে
হয়তোবা তুমি আলো হয়ে ছড়িয়ে আছো।
আমি অধীর প্রতীক্ষায় খুজি তোমায়;
সুমুদ্রের হাজারো রাশি রাশি ঢেউয়ের মাঝে,
হয়তোবা তুমি কোনো একটি ঢেউ হয়ে
ভিড়বে তীরে, যেখানে আমি প্রতীক্ষায় রত।
আমি অঝোর বৃষ্টি ধারায় খুঁজি তোমায়,
বৃষ্টির ফোটা হয়ে তুমি আসবে ফিরে এই ধরায়
সেই আকূল অভিপ্রায়ে; ভিজিয়ে দিবে তৃষ্ণার্ত প্রাণ।    
তবুও কেনো পাইনা তোমায় অনন্ত অপেক্ষায়,
শুধু বেদনায় সিক্ত হয়, এই হৃদয় বারে বারে
অব্যক্ত কান্নায় ভিজে সারা মন; না দেখা যন্ত্রনায়।
========================
রচনা: ১৪ এপ্রিল ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment