Monday, April 7, 2014

"আত্মহনন"

"আত্মহনন"

 মিজানুর ভূঁইয়া
 
ওলো সই,তুই এতোই বোকা;
পরের কথায় দিলি তোর পাকা ধানে মই।
যাদের কথায় করলি এমন সর্বনাশা কান্ড  
তাকিয়ে দেখ; সেই সাথীরা এখন গেলো কই?
বলেছিলেম; শুনলিনা মানা,
ঝরালি তোর সব সোনালী ফসলের দানা।
জীবন এখন তোর যন্ত্রনায় হলো ফানাফানা
লাভের আশায় হারালি তুই পুরো ষোল আনা। 
তুই করলি কেনো এমন ভুল,
ঝাকি দিয়ে ঝরালি আপন গাছের সব কুল
এখন শুদবি কেমনে, নিজের ভুলের সেই মাশুল।
তুই আপন গায়ে দিয়ে আগুন,
চেয়েছিলি আসবি নিয়ে সুখের ফাগুন
সেই আগুনে পুড়ে এবার জীবন খানখান
মতলবিরা সব ফুর্তি করে, বৈছে খুশির বান।
=========================
 রচনা:  এপ্রিল ০৭ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment