Tuesday, April 29, 2014

"খোলস"

"খোলস"
মিজানুর ভূঁইয়া
 
মানুষ আমরা আত্মতুষ্টি ও আত্মখ্যাতির জন্য ব্যস্ত
অপরের জন্য করিনা আমরা সামান্যতম সময় ন্যস্ত।  
নিজেকে নিয়ে যতটুকু মত্ত, পরের জন্য হই বিরক্ত
আপন স্বার্থের ঝুলিতে ভরি চারিদিকে যতো মিলে সমস্ত।
নিজের তরে নিজে আমরা, বাড়াই শুধু নিজের ভূড়ি
পরের বেলায় শুধুই আমরা কথার মালা ছুড়ি।
রং ফানুসে মত্ত হয়ে উড়াই শখের রঙিন ঘুড়ি
পরের ঘুড়ি কেটে দিয়ে মারি ভীষণ তুড়ি।
আসলে মানুষ নামের আজব এক খোলস পরে আমরা
কতো রং বেরঙ্গের বড়াই করি।
=================
রচনা: এপ্রিল ২৯ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment