Sunday, April 6, 2014

"দেমাগ"

"দেমাগ"

মিজানুর ভূঁইয়া
 
তোর ধনের দেমাগ
        জ্ঞানের দেমাগ
         রূপের দেমাগ,
দেমাগ ছাপ-কাপড়ে।
দেখাস তুই;
গায়ের জোরের দেমাগ,
দেমাগ; বংশ পরিচয়ের মাঝে।
অহংকারে বুকভরা তোর
সকাল বিকাল সাঝে।
ভুলে গেছিস ক্ষনিকের দুনিয়ায়
যা কিছু তোর, সবই হলো মিছে।  
মানুষ হয়ে মানুষের,
কি লাগিস তুই কাজে।
মানুষ নামের পেচা তুই
আসলে একদম বাজে।
দুই দিনের এই দুনিয়ায়
মরিস তুই দেমাগের বিষে।
তোর দেমাগ দেখে
গলে যায় লোহা এবং শীশে।
মরার পরে চলে যাবি
অন্ধকার কবরের মাঝে।
পচে-গলে যাবি একেবারে মাটিতে মিশে।
রাখবেনা কেউ শুইয়ে তোকে
হীরক কিংবা সোনা-রুপার খাজে।
মাটির মানুষ
শুইতে হবে মাটির বিছানায়
এই ছাড়া যে তোর আর অন্য উপায় নাই।
===========================
রচনা: এপ্রিল ০৬ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment