Thursday, April 3, 2014

"বসন্ত তোমার শনে"

"বসন্ত তোমার সনে"
মিজানুর ভূঁইয়া

হে ফুল ফুটানো সুবাস ছড়ানো
চিরসুন্দর মন রাঙ্গানো বসন্ত। 
তুমি এসেও আসোনা দ্বারে,
চলে যাও বারে বারে।
এ কোন লুকুচুরি খেলা তোমার,
যাও একবার বলে যাও কানে কানে
ব্যাকুল প্রতীক্ষায় চেয়ে তোমার পানে।
ফুল ও পত্রকলীরা ফুটেও ফুটেনা
বসন্তরাজের দেখা যে মিলেনা।
প্রকৃতির এই বিরূপতার মাঝে
মন কি আর রঙ্গীনতায় সাজে।
এই ভর নিঃসঙ্গতায়,
আমি চলে যাবো তুমি যেথায়।
খুঁজে নিবো তোমার হরেক রকম রং
মেখে নিবো তা আমার রংবিহীন মনকোণে।
মিতালী করবো আমি আজ তোমার শনে,
তুমি আর আমি থাকবো বনে আর মনে।
===================
রচনা: এপ্রিল ০৪ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ 

No comments:

Post a Comment