Monday, April 28, 2014

"তারুণ্য"

"তারুণ্য"
মিজানুর ভূঁইয়া

তারুন্যের উচ্ছাসে ফুল ফোটে গাছে গাছে
পাখিরা গান গায়, পূব আকাশে সূর্য্য হাসে।
নতুন রঙ্গে প্রকৃতি সাজে, চোখে মুখে স্বপ্ন আসে
জীবনের প্রত্যাশা জাগে, ছুটে চলে দুর্গম পথে 
উল্কার বেগে, চোখে নিয়ে একরাস সোনালী স্বপ্ন।
দেহ মনে অদম্য শক্তি, যেনো আকাশ ছোয়ায় মুক্তি
সকল জীর্ণতাকে ছিন্ন করে তার দুর্দমনীয় শক্তি।
জীবনের উকি দেওয়া রঙিন স্বপ্নের জানালায় 
জেগে উঠে প্রত্যাশার লাল সূর্য্য এক নতুন আভায় 
তারুণ্যতা জীবনের অপূর্ব সুন্দর স্বপ্ন জায়গায়।   
বুকে লালিত প্রতিশ্রুতি চির বিজয়ের জন্য
নতুন জীবনের অন্নেষণে চিরবিজয়ী তারুণ্য।
=======================
রচনা: এপ্রিল ২৮ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক সত্ব সংরক্ষিত

No comments:

Post a Comment