Sunday, May 4, 2014

"বিপ্লব দা"

"বিপ্লব দা"

নাম তার বিপ্লব; মনে তার নাই কোনো মতলব
অতিশয় সাদাসিদা, খুশি মনে থাকে নিয়ে উত্সব
সমাজ সংস্কৃতির একজন অতি খাঁটি কুশিলভ।
লাজুক লাজুক চেহারা তার; কথায় অতিশয় মিষ্টি
ভাবনায় তার চমত্কার উদ্ভাবনা সংস্কৃতি সৃষ্টি।
ছবি তোলা পছন্দ তার, মন বড়ই তাতে উত্সুক
প্রকৃতি ও মানুষের ছবি তুলে মনে পায় বড় সুখ।
বন্ধু-স্বজন কিংবা যেখান থেকেই আসুক ছবি তোলার ডাক
চলে যান একদম সোজা সেথায়, সম্মানী পাক না পাক।
আছে তার আদরের একমাত্র সন্তান, নাম তার ঈশান
তাকে ঘিরে আছে তার চমত্কার স্বপ্ন ও ভিশন
মনে আশা; উড়াবে জীবনের সকল শান্তির জয় নিশান।
*********************************
মিজানুর ভূঁইয়া
রচনা: ০৪ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

লেখকের একক সত্ত্বাধিকার সংরক্ষিত  

No comments:

Post a Comment