Thursday, May 29, 2014

"কেউটে"

"কেউটে"

মিজানুর ভূঁইয়া

সমাজ সংসারে এমন অনেকে আছে যারা ভাবে

নিজেকে মস্ত বড় আতেল;
এরাই সমাজের দুশমন,সমাজের কাতেল l
আছে একটু পদবী আর বেশি পয়সার চাকর
অহমিকায় পা চলেনা, করেনা অন্যকে ঠাহর l
আপন গুনকীর্তন নিয়ে কাটে দিনরাত ঝাবর
এরা হলো সমাজের বিষফোড়, সমাজের ফাফর l
আপন মনের রং-তুলি দিয়ে তিলেসমাতি সং সাজে
নিজে নিজে রাজা বনে সমাজ সংসার বিভাজে l
উদুর পিন্ডি বুধুর গাড়ে দিয়ে অপরকে দোষে
ফুর্তিতে বুড়ো আঙ্গুল মুখে দিয়ে দিন রাত চোষে l
থাকেন তিনারা আত্মঅহমিকার মিথ্যা গুমানে
টের পান যখন সব উড়ে যায় ঝড় তুফানে l
=============================
রচনা: মে ২৮ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক সর্বস্বত্বাধিকার সংরক্ষিত 


No comments:

Post a Comment