Tuesday, June 3, 2014

"সাঁখের করাত"

"সাঁখের করাত"

মিজানুর ভূঁইয়া

আপন দেশ ছেড়ে আমরা করেছি বিদেশে বাড়ি
দিনরাত হাপাচ্ছি আর পাকাচ্ছি চুল আর দাঁড়ি।
সাত সমুদ্র-তের নদী দিলাম আমরা পাড়ি
সময়ের পাগলা ঘোড়ায় এখন দৌড়াচ্ছি তাড়াতাড়ি।
এরই ফাঁকে কতো আপনজন যাচ্ছে আমাদের ছাড়ি
তবুও আমরা নেশায় মত্ত; উড়াতে রঙ্গীন ঘুড়ি।
পাগলা ঘোড়ার লাগাম ধরে মারছি শুধু তুড়ি
স্বার্থের মোহে অন্ধ হয়ে নিজের দেশকে দিলাম আড়ি।
আপন স্বার্থে মত্ত আমরা, খুঁজি শুধু কানাকড়ি
একটুও হয়নি দ্বিধা; ছেড়ে আসতে নিজ পৈতৃক বাড়ি।
আপন দেশর মাটি ছেড়ে আমরা হলাম পরদেশী
আমার ছেলে আমায় জিজ্ঞাসে আমরা কোন দেশী?
==================================
রচনা: ০৩ জুন ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত।   

No comments:

Post a Comment