Saturday, June 28, 2014

"ইবাদতে আত্মশুদ্ধি- কর্মে হয় মুক্তি"

"ইবাদতে আত্মশুদ্ধি- কর্মে হয় মুক্তি"

মিজানূর ভূঁইয়া

তুমি নামাজ পড়, রোজা রাখো
এসব হলো ইবাদতের কাম।
মনের কালিমা সব দূর করে
হও আসল মুসলমান।
ইবাদতে মিলবে আত্মশুদ্ধি,
বেহেস্ত মিলবে তোমার কর্মে।
বিনা আমলে স্বর্গ চাইবে,
নাই তাহা কোনো ধর্মে।
ইবাদত রাখে তোমায় বিরত
পাপ ও অন্যায় থেকে।
মনের ভিতর ফন্ধি রেখে 
সৃষ্টিকর্তার দেখা মিলবে কিসে।
সৃষ্টিকর্তা অন্তর্জামী অন্তরে আছেন মিশে
নিতান্তই সত্য কথা, নয় তাহা মিছে।  
আর্ত-মানবতায় না করিলে সেবা
তোমার স্বর্গের আশা হয়ে যাবে মিছে।
দিল খুলে যদি করিতে না পারো
মানুষকে দান।
তোমার সকল স্বর্গ প্রত্যাশা
হয়ে যাবে বলিদান। 
মনে তোমার রেখে হাজার গিবত
কোনো কাজে আসবেনা করে ইবাদত।
অর্থ-বিত্ত কামিয়ে যদি জমিয়ে রাখো
সিন্দুকেতে ঢেকে।
ছদগা ফেতরা না দিয়ে চাও
বেহেস্ত কিনে নিতে।
সকল ইবাদত বিফলে যাবে
যক্ষের ধন বক্ষে রেখেও
মিলবেনা কোনো পরিত্রান। 

====================
রচনা: ২৮ জুন ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্তাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment