Friday, June 27, 2014

"অসম-মেরুকরণ"

"অসম-মেরুকরণ"

মিজানুর ভূঁইয়া 

আজকাল আকাশের কোমল নীলিমায়
তোমার আর চোখ পড়েনা।
তোমার চোখের দৃষ্টি শুধুই কেড়ে নেয়
চোখ ধাঁধাঁনো রুক্ষ লালিমায়।
সবুজে শান্তির আহ্বান তোমার হৃদয়কে
কখনোই নাড়া দেয়নি।
সবুজের প্রতি আমার প্রগাড়তম ভালোলাগা
তোমার তিরস্কার পেয়েছে শুধু।
আমার অন্তরে পোষণ করা শান্তির পায়রাকে
কখনোই করোনি অন্নেষণ।
জীবনে শুধুই খুজেছো বৈপরীত্য সারাক্ষণ
খোজনি ভালবাসায় ভরা এই মন।
দেখেছো বিশাল প্রান্তর ঘেরা সবুজের সমারহ
দেখোনি সবুজে বিদ্যমান প্রশান্তির আভা।
দেখেছো আকাশের তুমুল বজ্র-গর্জন রূপ
দেখোনি তার বুকে বয়ে যাওয়া স্থরিভূত নীলিমা। 
তুমি দেখেছো ধুসর দুর্গম তপ্ত বালুকাময় পথ
দেখোনি ছায়ায় ঢাকা মেঠো পথ।
সমুদ্রের বুকে ফুঁফিয়ে উঠা উর্মিমালাকেই দেখেছো
দেখোনি তার শান্ত ও স্থির মায়াময়তা।   
পাহাড়ের বিস্তৃন্য ও বিচ্ছিন্ন অসমত ভুমিকেই দেখেছো
চোখে পড়েনি তার মনমুগ্ধ প্রাকৃতিক অপরুতা।
অসম প্রতিযোগিতায় সদাই মেতেছিলো তোমার মন
আর তাই চাওনি কখনো বুঝে নিতে অন্তরে জেগে থাকা
অফুরন্ত ভালবাসা সম্ভার, খুঁজে পাওনি কোনো মিল  
আজ অসমমেরুকরণই যেনো তোমার কাঙ্খিত বাস্তবতা।
=============================
রচনা: ২৭ জুন ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment